নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পুরান ঢাকার রাধাকান্ত জিউর মন্দিরের ভেঙে ফেলা ‘বিরোধপূর্ণ’ সীমানা প্রাচীর নতুনভাবে নির্মাণ করে দেবে পুলিশ। পুলিশের পক্ষ থেকেই এ কাজের ব্যয় বহন করা হবে। স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ।
গতকাল বিকেলে তিনি জানান, বিষয়টি নিয়ে ডিসি কার্যালয়ে মন্দির কমিটির লোকজনের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। যারা ওই সীমানাপ্রাচীর ভেঙেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুলিশ নিজ খরচে ওই প্রাচীর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলিশকে সহযোগিতা করবেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকনের ওই মন্দিরের পাশের জমিটি বিরোধপূর্ণ। ওই জমির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আদালত। আর প্রাচীর ভাঙার ঘটনায় মন্দির কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি যথাযথভাবে তদারকি করা হবে।
এ বিষয়ে ওই মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগা গৌড় দাস আজকের পত্রিকাকে জানান, ডিসি কার্যালয়ের বৈঠকে হামলাকারীদের আসতে বলা হলেও তাদের পক্ষ থেকে কেউ আসেনি। এ ঘটনায় মন্দিরের পক্ষ থেকে করা মামলার তদন্ত তদারকি করা এবং ভেঙে ফেলা সীমানা প্রাচীর পুলিশের পক্ষ থেকে নতুনভাবে নির্মাণ করে দেওয়ার কথা বলা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মন্দিরের পাশের একটি অংশের সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় মন্দিরের দুজন আহত হন। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার রাধাকান্ত জিউর মন্দিরের ভেঙে ফেলা ‘বিরোধপূর্ণ’ সীমানা প্রাচীর নতুনভাবে নির্মাণ করে দেবে পুলিশ। পুলিশের পক্ষ থেকেই এ কাজের ব্যয় বহন করা হবে। স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ।
গতকাল বিকেলে তিনি জানান, বিষয়টি নিয়ে ডিসি কার্যালয়ে মন্দির কমিটির লোকজনের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। যারা ওই সীমানাপ্রাচীর ভেঙেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুলিশ নিজ খরচে ওই প্রাচীর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলিশকে সহযোগিতা করবেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকনের ওই মন্দিরের পাশের জমিটি বিরোধপূর্ণ। ওই জমির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আদালত। আর প্রাচীর ভাঙার ঘটনায় মন্দির কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি যথাযথভাবে তদারকি করা হবে।
এ বিষয়ে ওই মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগা গৌড় দাস আজকের পত্রিকাকে জানান, ডিসি কার্যালয়ের বৈঠকে হামলাকারীদের আসতে বলা হলেও তাদের পক্ষ থেকে কেউ আসেনি। এ ঘটনায় মন্দিরের পক্ষ থেকে করা মামলার তদন্ত তদারকি করা এবং ভেঙে ফেলা সীমানা প্রাচীর পুলিশের পক্ষ থেকে নতুনভাবে নির্মাণ করে দেওয়ার কথা বলা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মন্দিরের পাশের একটি অংশের সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় মন্দিরের দুজন আহত হন। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়েছে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে