ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুরে জেলা ছাত্রলীগের এক নেতার মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। চিকিৎসক বলছেন, অ্যালকোহলের বিষক্রিয়ায় গতকাল সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিবুল ইসলাম রাকিব (২৭)। অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণ দেখিয়ে শোক প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
রাকিব ফরিদপুর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি এবং বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল শরিফুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ কোনো সংবাদ বিজ্ঞপ্তি না দিলেও কেন্দ্রীয় ছাত্রলীগ সোমবার রাতে শোক প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের যৌথ স্বাক্ষরিত ওই শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সহসভাপতি রাকিবুল ইসলাম সোমবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত। বাংলাদেশ ছাত্রলীগ রাকিবুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের এই শোকবার্তার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন ফরিদপুরের সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যাক্তিরা। অনুসন্ধানে জানা যায়, সোমবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে রাকিবকে হাসপাতালে বন্ধু পরিচয়ে আবির নামে এক তরুণ এসে ভর্তি করান। হাসপাতালে ভর্তির নম্বর ৪২৭৮৩/ ২৩। ভর্তির জায়গায় ‘পুলিশ কেস’ সিল মারা ছিল। ভর্তি করতে এসে আবির জানিয়েছিলেন, বমির প্রবণতা থাকায় তাঁকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মচারী নারী বলেন, ‘ভর্তি হওয়ার সময় রাকিবুল আবিরকে বলেছিল, মদের সঙ্গে কী খাওয়ালি। আমার বুক ও গলা জ্বলে যাচ্ছে।’
এদিকে হাসপাতালে ভর্তি করার পর আবিরের কোনো সন্ধান পাওয়া যায়নি। হাসপাতালে আবিরের যে মোবাইল নম্বরটি দেওয়া হয়, তাঁতে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রাকিবুল ইসলামের বড় ভাই রাজিবুল ইসলাম বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, থার্টি ফার্স্ট নাইটে বন্ধুদের সঙ্গে হাবিজাবি ও মদ পান করে। এরপর সে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। বন্ধুরা তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে স্যালাইন ও ইনজেকশন দেন। এর কিছু সময় পর সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। তবে এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তাই থানা-পুলিশে যাইনি।’
মেডিকেল হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. আসাদুজ্জামান বলেন, ‘বমির কথা বলে রাকিবুলকে ভর্তি করা হলেও তাঁর সমস্যা ছিল অ্যালকোহলজনিত বিষক্রিয়া। তাঁকে দ্রত আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।’
ওই হাসপাতালের ওয়ার্ডমাস্টার আতিয়ার রহমান বলেন, ‘এটি একটি পুলিশ কেস। এ জন্য রাকিবুলের মৃত্যুর পর যাবতীয় আইনগত ব্যবস্থা নিতে ফরিদপুর কোতোয়ালী থানায় লিখিতভাবে জানানো হয়েছে।’
ফরিদপুর কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) মো. শাহরীয়ার বলেন, ‘এই মৃত্যুর ব্যাপারে ফরিদপুর কোতোয়ালী থানায় কোনো তথ্য নেই।’
জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ‘আমার জানামতে, রাকিবুল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। অ্যালকোহলজনিত মৃত্যুর ব্যাপারে আমার কিছু জানা নেই।’
রিয়ান আরও বলেন, ‘রাকিবুলকে আমি চিনি না। কেন্দ্রীয় কমিটি অনুমোদন করার সময় তাঁর নাম কলম দিয়ে হাতে লিখে দিয়ে অনুমোদন করা হয়।’
এ ব্যাপারে পুলিশের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, ‘এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব।’
ফরিদপুরে জেলা ছাত্রলীগের এক নেতার মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। চিকিৎসক বলছেন, অ্যালকোহলের বিষক্রিয়ায় গতকাল সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিবুল ইসলাম রাকিব (২৭)। অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণ দেখিয়ে শোক প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
রাকিব ফরিদপুর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি এবং বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল শরিফুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ কোনো সংবাদ বিজ্ঞপ্তি না দিলেও কেন্দ্রীয় ছাত্রলীগ সোমবার রাতে শোক প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের যৌথ স্বাক্ষরিত ওই শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সহসভাপতি রাকিবুল ইসলাম সোমবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত। বাংলাদেশ ছাত্রলীগ রাকিবুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের এই শোকবার্তার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন ফরিদপুরের সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যাক্তিরা। অনুসন্ধানে জানা যায়, সোমবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে রাকিবকে হাসপাতালে বন্ধু পরিচয়ে আবির নামে এক তরুণ এসে ভর্তি করান। হাসপাতালে ভর্তির নম্বর ৪২৭৮৩/ ২৩। ভর্তির জায়গায় ‘পুলিশ কেস’ সিল মারা ছিল। ভর্তি করতে এসে আবির জানিয়েছিলেন, বমির প্রবণতা থাকায় তাঁকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মচারী নারী বলেন, ‘ভর্তি হওয়ার সময় রাকিবুল আবিরকে বলেছিল, মদের সঙ্গে কী খাওয়ালি। আমার বুক ও গলা জ্বলে যাচ্ছে।’
এদিকে হাসপাতালে ভর্তি করার পর আবিরের কোনো সন্ধান পাওয়া যায়নি। হাসপাতালে আবিরের যে মোবাইল নম্বরটি দেওয়া হয়, তাঁতে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রাকিবুল ইসলামের বড় ভাই রাজিবুল ইসলাম বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, থার্টি ফার্স্ট নাইটে বন্ধুদের সঙ্গে হাবিজাবি ও মদ পান করে। এরপর সে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। বন্ধুরা তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে স্যালাইন ও ইনজেকশন দেন। এর কিছু সময় পর সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। তবে এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তাই থানা-পুলিশে যাইনি।’
মেডিকেল হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. আসাদুজ্জামান বলেন, ‘বমির কথা বলে রাকিবুলকে ভর্তি করা হলেও তাঁর সমস্যা ছিল অ্যালকোহলজনিত বিষক্রিয়া। তাঁকে দ্রত আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।’
ওই হাসপাতালের ওয়ার্ডমাস্টার আতিয়ার রহমান বলেন, ‘এটি একটি পুলিশ কেস। এ জন্য রাকিবুলের মৃত্যুর পর যাবতীয় আইনগত ব্যবস্থা নিতে ফরিদপুর কোতোয়ালী থানায় লিখিতভাবে জানানো হয়েছে।’
ফরিদপুর কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) মো. শাহরীয়ার বলেন, ‘এই মৃত্যুর ব্যাপারে ফরিদপুর কোতোয়ালী থানায় কোনো তথ্য নেই।’
জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ‘আমার জানামতে, রাকিবুল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। অ্যালকোহলজনিত মৃত্যুর ব্যাপারে আমার কিছু জানা নেই।’
রিয়ান আরও বলেন, ‘রাকিবুলকে আমি চিনি না। কেন্দ্রীয় কমিটি অনুমোদন করার সময় তাঁর নাম কলম দিয়ে হাতে লিখে দিয়ে অনুমোদন করা হয়।’
এ ব্যাপারে পুলিশের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, ‘এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে