নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে বঁটিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফতুল্লা শিয়াচর উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম সুমন মিয়া (৩৫)। রাতে বাড়ির সামনের রাস্তায় কুপিয়ে তাঁর মা মধুবালা বেগমকে (৫৫) হত্যা করেন। এই ঘটনায় সুমনের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় এক নারীর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে মধুবালার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর পাশেই বঁটি হাতে দাঁড়িয়ে ছিলেন মধুবালার ছেলে সুমন। সুমন মূলত মাদকাসক্ত ছিলেন। মায়ের সঙ্গে ঘরে কথা-কাটাকাটির একপর্যায়ে বঁটি নিয়ে ধাওয়া করে মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করে।
সুমনের বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী মিলে একটি ভাতের হোটেল চালাই। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয়। মানসিক সমস্যা থাকায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই মেয়ে নিয়ে বাড়ি চলে যায়। এরপর তাকে বিদেশে পাঠানো হয়। ঘটনার রাতে আমি দোকান থেকে ফিরে দেখি সুমন তার মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছে। ঘরে গিয়ে দেখি সে বঁটি হাতে নিয়ে ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূরে আযম মিয়া বলেন, ‘মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বিকেলে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে বঁটিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফতুল্লা শিয়াচর উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম সুমন মিয়া (৩৫)। রাতে বাড়ির সামনের রাস্তায় কুপিয়ে তাঁর মা মধুবালা বেগমকে (৫৫) হত্যা করেন। এই ঘটনায় সুমনের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় এক নারীর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে মধুবালার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর পাশেই বঁটি হাতে দাঁড়িয়ে ছিলেন মধুবালার ছেলে সুমন। সুমন মূলত মাদকাসক্ত ছিলেন। মায়ের সঙ্গে ঘরে কথা-কাটাকাটির একপর্যায়ে বঁটি নিয়ে ধাওয়া করে মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করে।
সুমনের বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী মিলে একটি ভাতের হোটেল চালাই। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয়। মানসিক সমস্যা থাকায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই মেয়ে নিয়ে বাড়ি চলে যায়। এরপর তাকে বিদেশে পাঠানো হয়। ঘটনার রাতে আমি দোকান থেকে ফিরে দেখি সুমন তার মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছে। ঘরে গিয়ে দেখি সে বঁটি হাতে নিয়ে ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূরে আযম মিয়া বলেন, ‘মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বিকেলে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।’
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
৮ মিনিট আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
১৪ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধি ছিলেন। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের...
২০ মিনিট আগেভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে