Ajker Patrika

৩ মরদেহ উদ্ধার করে র‍্যাব মহাপরিচালক পদক পেল কুকুর ‘চিতা’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৫: ২৭
৩ মরদেহ উদ্ধার করে র‍্যাব মহাপরিচালক পদক পেল কুকুর ‘চিতা’

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় র‍্যাবের ডগ স্কোয়াড টিমের একটি কুকুরকে র‍্যাব মহাপরিচালক পদক দেওয়া হয়েছে। ওই কুকুরটির নাম ‘চিতা।’ 

এলিট ফোর্স র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে কুর্মিটোলার র‍্যাব সদরদপ্তরে আজ সোমবার দুপুরে আয়োজিত র‍্যাব মহাপরিচালকের দরবারে এ সম্মাননা দেওয়া হয়। কুকুরটিকে সম্মাননা ব্যাচ পরিয়ে দেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। 

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘চিতার বয়স ৩ বছর ২১ দিন। ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধারকাজে র‍্যাব ফোর্সেসের অন্যান্য সদস্যের পাশাপাশি ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ সময় উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ (কুকুর) চিতা তিনজন মরদেহের অবস্থান শনাক্ত করে। কুকুরের এই বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন্স টাওয়ারে ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। 

বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত