Ajker Patrika

ঢাকাই চলচ্চিত্রের গানে নেচে মনোহরদী মাতালেন অপু বিশ্বাস

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ০৬
ঢাকাই চলচ্চিত্রের গানে নেচে মনোহরদী মাতালেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাতে নরসিংদীর মনোহরদীতে ঢাকাই চলচ্চিত্রের গানে তিনি পারফর্ম করেছেন। মনোহরদীর হাজারো দর্শকের মন মাতিয়েছেন জনপ্রিয় এই নায়িকা। তাঁর নাচের তালে দর্শকও নেচেছেন। 

উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক আকন্দের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে কৃষ্ণপুর কাঁঠালতলী বাজারসংলগ্ন খোলা মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচেছেন অপু বিশ্বাস। 

হঠাৎ জনপ্রিয় এই চিত্রনায়িকাকে পেয়ে উচ্ছ্বসিত মনোহরদীবাসী। এমনকি নিজের চোখে দেখার আগে পর্যন্ত অপুর উপস্থিতির খবর অনেকে বিশ্বাসই করতে পারেনি। অপুকে একনজর দেখতে অনুষ্ঠানে ভিড় জমায় অপুভক্তরা। লাল-নীল আলোয় ঘেরা মঞ্চে অপু ও তাঁর দল চমকে দেয় সবাইকে। 

কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, জেলা পরিষদের সদস্য আবদুস সামাদ মোল্লা যাদু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত