Ajker Patrika

নরসিংদীতে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদীতে সিএনজি পাম্প স্টেশন থেকে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ চালু ও অবৈধভাবে স্টেশন থেকে সিলিন্ডার ভর্তি কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধের দাবি জানিয়েছেন গাড়ির চালক ও মালিকেরা। 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা ২০ পর্যন্ত তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় এ অবরোধ চলে। এ সময় মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে আটকা পড়ে। 

এদিক খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ অবরোধকারীদের দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হলে দুপুর ২টা ২০ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। 

মহাসড়ক অবরোধকারী গাড়িচালক ও মালিকেরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেড কার, পরিবহনসহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। 

অবরোধকারীরা আরও জানান, কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় গ্যাস সরবরাহ করা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইনবিরোধী। অচিরেই এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত