নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজারে নতুন পেঁয়াজ ওঠায় পাইকারি বাজারে দাম অনেকটাই কমেছে। এতে ভোক্তা পর্যায়েও দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম যতটা কমেছে খুচরা বাজারে ততটা কমেনি।
আজ রাজধানীর শ্যামবাজারের মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ মাহমুদ জানান, গত চার দিন ধরে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে। এতে দাম অনেকটাই কমেছে। গত দুদিন আগেও পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। গতকাল বুধবার তা বিক্রি হয়েছে ২৭ থেকে ৩২ টাকায়। আর বিদেশি পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৩১ থেকে ৩৫ টাকা দরে।
শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন ধরে বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ বেড়েছে। এখন পেঁয়াজ রাখার জায়গায় সংকট দেখা দিয়েছে। এতে দামও দফায় দফায় কমে এসেছে। আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে মনে করছেন তাঁরা।
রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমলেও পাইকারি বাজারের চেয়ে খুচরায় ব্যবধান অনেকটাই বেশি। গতকাল রাজধানীর পাইকারি বাজারে যে পেঁয়াজ ২৭ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে তা খুচরা পর্যায়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। দামের ব্যবধান বেশি থাকায় ভোক্তারা ঠকছেন বলে অভিযোগ ক্রেতাদের। তবে অনেক খুচরা দোকানে পুরোনো হালি পেঁয়াজের সরবরাহ থাকায় এটির দাম কমতে আরও সময় লাগবে বলে জানা গেছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। যা দুদিন আগে ছিল ৬৫ থেকে ৮০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। আর প্রতিকেজি বিদেশি পেঁয়াজের দাম আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। গতকাল তা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। শতকরা দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ।
পেঁয়াজ চাষিরা জানান, গত সপ্তাহে বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ তোলা সম্ভব হয়নি। আর এ কারণে হঠাৎ করে বাজারে দাম বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানেই পেঁয়াজ তোলা শুরু হয়েছে। এই পেঁয়াজ ঘরে বেশি দিন ধরে রাখা যায় না। তাই কৃষকেরাও এই পেঁয়াজ জমি থেকে তোলার পরপরই দ্রুত বিক্রি করার চেষ্টা করছেন।
বাজারে নতুন পেঁয়াজ ওঠায় পাইকারি বাজারে দাম অনেকটাই কমেছে। এতে ভোক্তা পর্যায়েও দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম যতটা কমেছে খুচরা বাজারে ততটা কমেনি।
আজ রাজধানীর শ্যামবাজারের মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ মাহমুদ জানান, গত চার দিন ধরে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে। এতে দাম অনেকটাই কমেছে। গত দুদিন আগেও পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। গতকাল বুধবার তা বিক্রি হয়েছে ২৭ থেকে ৩২ টাকায়। আর বিদেশি পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৩১ থেকে ৩৫ টাকা দরে।
শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন ধরে বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ বেড়েছে। এখন পেঁয়াজ রাখার জায়গায় সংকট দেখা দিয়েছে। এতে দামও দফায় দফায় কমে এসেছে। আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে মনে করছেন তাঁরা।
রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমলেও পাইকারি বাজারের চেয়ে খুচরায় ব্যবধান অনেকটাই বেশি। গতকাল রাজধানীর পাইকারি বাজারে যে পেঁয়াজ ২৭ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে তা খুচরা পর্যায়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। দামের ব্যবধান বেশি থাকায় ভোক্তারা ঠকছেন বলে অভিযোগ ক্রেতাদের। তবে অনেক খুচরা দোকানে পুরোনো হালি পেঁয়াজের সরবরাহ থাকায় এটির দাম কমতে আরও সময় লাগবে বলে জানা গেছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। যা দুদিন আগে ছিল ৬৫ থেকে ৮০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। আর প্রতিকেজি বিদেশি পেঁয়াজের দাম আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। গতকাল তা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। শতকরা দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ।
পেঁয়াজ চাষিরা জানান, গত সপ্তাহে বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ তোলা সম্ভব হয়নি। আর এ কারণে হঠাৎ করে বাজারে দাম বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানেই পেঁয়াজ তোলা শুরু হয়েছে। এই পেঁয়াজ ঘরে বেশি দিন ধরে রাখা যায় না। তাই কৃষকেরাও এই পেঁয়াজ জমি থেকে তোলার পরপরই দ্রুত বিক্রি করার চেষ্টা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
৪ মিনিট আগেরাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে