Ajker Patrika

ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল ২০ বসতঘর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৪: ২৭
ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি টিনশেড বাড়ির দ্বিতীয় তলার ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ১০ মিনিটের মাথায় বৃষ্টি শুরু হলে আগুন কমে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে আগুনে পুড়ে যায় অন্তত ২০টি বসতঘর ও ঘরের জিনিসপত্র। তবে কেউ হতাহত হয়নি।

শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, ‘আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, প্রবল বাতাসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত