নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তজেলা ডাকাত দল সক্রিয় রয়েছে। এই ডাকাত দলের সদস্যরা দিনের বেলায় বিভিন্ন পেশার আড়ালে থাকলেও রাতে ভয়ংকর হয়ে ওঠে। তাঁদের মূল টার্গেট স্বর্ণের দোকান, শিল্পকারখানা ও ব্যাংকে ডাকাতি করা। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে ডাকাত দলের মূল হোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—হিটু মিয়া (৪০), ফরহাদ আলী (৫৮), লিটন শেখ (৩৮), রিপন মৃধা ওরফে জামাই রিপন (২৯), স্বপন মিয়া (২৭), জাকির ব্যাপারী (২৯), জলিল খান (৪০), শ্রী লক্ষণ চন্দ্র দাস (২৬), শ্রী অজিত চন্দ্র সূত্রধর (২৭) ও ইখতিয়ার হোসেন (৪৭)। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান, একটি পাইপগান, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, দুটি কার্তুজসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০টি মোবাইল ফোনসেট ও ৩১ হাজার টাকা।
র্যাব-১-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এই চক্র ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের দোকান, শিল্পকারখানায় ডাকাতি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এই চক্রের সদস্যরা দেশের ভিন্ন ভিন্ন জেলায় বাস করে। তাঁরা ডাকাতির পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হতেন বলে জানা গেছে।
ডাকাতির জন্য চক্রটি প্রথমে টার্গেট নির্ধারণ করে। চক্রের দু-একজন সদস্য ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন। টার্গেটকৃত প্রতিষ্ঠানে দুই থেকে তিনজন প্রবেশ করেন এবং মূল দলটি মাইক্রোবাসসহ সুবিধাজনক স্থানে অপেক্ষা করতে থাকে। চক্রটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে ১১টি ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তজেলা ডাকাত দল সক্রিয় রয়েছে। এই ডাকাত দলের সদস্যরা দিনের বেলায় বিভিন্ন পেশার আড়ালে থাকলেও রাতে ভয়ংকর হয়ে ওঠে। তাঁদের মূল টার্গেট স্বর্ণের দোকান, শিল্পকারখানা ও ব্যাংকে ডাকাতি করা। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে ডাকাত দলের মূল হোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—হিটু মিয়া (৪০), ফরহাদ আলী (৫৮), লিটন শেখ (৩৮), রিপন মৃধা ওরফে জামাই রিপন (২৯), স্বপন মিয়া (২৭), জাকির ব্যাপারী (২৯), জলিল খান (৪০), শ্রী লক্ষণ চন্দ্র দাস (২৬), শ্রী অজিত চন্দ্র সূত্রধর (২৭) ও ইখতিয়ার হোসেন (৪৭)। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান, একটি পাইপগান, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, দুটি কার্তুজসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০টি মোবাইল ফোনসেট ও ৩১ হাজার টাকা।
র্যাব-১-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এই চক্র ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের দোকান, শিল্পকারখানায় ডাকাতি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এই চক্রের সদস্যরা দেশের ভিন্ন ভিন্ন জেলায় বাস করে। তাঁরা ডাকাতির পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হতেন বলে জানা গেছে।
ডাকাতির জন্য চক্রটি প্রথমে টার্গেট নির্ধারণ করে। চক্রের দু-একজন সদস্য ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন। টার্গেটকৃত প্রতিষ্ঠানে দুই থেকে তিনজন প্রবেশ করেন এবং মূল দলটি মাইক্রোবাসসহ সুবিধাজনক স্থানে অপেক্ষা করতে থাকে। চক্রটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে ১১টি ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৩ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৩ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে