অনলাইন ডেস্ক
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার মধ্যরাতে হঠাৎ করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিক্ষুব্ধ হয়ে ওঠে। রাতেই আবাসিক হলগুলো থেকে মিছিল নিয়ে বেরিয়ে সমাবেশ হন শত শত শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ক্যাম্পাসের বিভিন্ন হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা। রাত ১টার পর শাহবাগে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতা–কর্মীরা। এমন পরিস্থিতি শিক্ষার্থীরা সংঘাত এড়াতে মিছিল নিয়ে আবার হলে হলে ফিরে যান।
রাত থেকেই শাহবাগে অবস্থান নেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হতে শুরু করলে ছাত্রলীগ তাঁদের ওপর চড়াও হয়। এদিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। শিক্ষার্থীদের নির্বিচারে লাঠিপেটা করে ছাত্রলীগ।
ছাত্রলীগের লাঠিপেটা থেকে রক্ষা পাননি নারী শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও কোথাও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।
ঢাবি ক্যাম্পাসে দিনভর হামলা ও সংঘর্ষ ঘটে। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। তাঁদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যার দিকে হাসপাতালের জরুরি বিভাগেও হামলা করে ছাত্রলীগ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগের ৩০–৪০ জন নেতা-কর্মী।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রলীগ নেতা–কর্মীদের মোটরসাইকেলের হেলমেট পরিহিত এবং হাতে লাঠিসোঁটা দেখা যায়।
ঢাবি ছাত্রলীগের নেতা–কর্মীদের ভেতর বহিরাগতদেরও চোখে পড়েছে। সংঘর্ষের সময় একজনকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়।
ছাত্রলীগে অনেক নেতা–কর্মীর হাতে বাঁশের লাঠি এবং লোহার রড ও হাঁসুয়া, হকিস্টিকের মতো অস্ত্রও দেখা গেছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার মধ্যরাতে হঠাৎ করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিক্ষুব্ধ হয়ে ওঠে। রাতেই আবাসিক হলগুলো থেকে মিছিল নিয়ে বেরিয়ে সমাবেশ হন শত শত শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ক্যাম্পাসের বিভিন্ন হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা। রাত ১টার পর শাহবাগে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতা–কর্মীরা। এমন পরিস্থিতি শিক্ষার্থীরা সংঘাত এড়াতে মিছিল নিয়ে আবার হলে হলে ফিরে যান।
রাত থেকেই শাহবাগে অবস্থান নেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হতে শুরু করলে ছাত্রলীগ তাঁদের ওপর চড়াও হয়। এদিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। শিক্ষার্থীদের নির্বিচারে লাঠিপেটা করে ছাত্রলীগ।
ছাত্রলীগের লাঠিপেটা থেকে রক্ষা পাননি নারী শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও কোথাও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।
ঢাবি ক্যাম্পাসে দিনভর হামলা ও সংঘর্ষ ঘটে। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। তাঁদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যার দিকে হাসপাতালের জরুরি বিভাগেও হামলা করে ছাত্রলীগ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগের ৩০–৪০ জন নেতা-কর্মী।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রলীগ নেতা–কর্মীদের মোটরসাইকেলের হেলমেট পরিহিত এবং হাতে লাঠিসোঁটা দেখা যায়।
ঢাবি ছাত্রলীগের নেতা–কর্মীদের ভেতর বহিরাগতদেরও চোখে পড়েছে। সংঘর্ষের সময় একজনকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়।
ছাত্রলীগে অনেক নেতা–কর্মীর হাতে বাঁশের লাঠি এবং লোহার রড ও হাঁসুয়া, হকিস্টিকের মতো অস্ত্রও দেখা গেছে।
সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সোহাগ খান সুজন নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে আসা আরও তিন সাংবাদিক আহত হয়েছেন।
৪১ মিনিট আগেপঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রিকশাচালক হত্যা এবং তাঁর লাশ গুমের অভিযোগে করা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেসরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এই অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে