Ajker Patrika

সম্মিলিত চেষ্টায় প্রতিষ্ঠানে সাফল্য অর্জন সম্ভব: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

আপডেট : ২৭ মে ২০২৪, ১৫: ৪৬
সম্মিলিত চেষ্টায় প্রতিষ্ঠানে সাফল্য অর্জন সম্ভব: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

চলমান সাফল্য ও সুনাম ধরে রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে যত্নবান থাকতে হবে। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমেই একটি প্রতিষ্ঠানে সাফল্য অর্জন করা সম্ভব হয়।’ 

গতকাল রোববার বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে আয়োজিত দরবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। মহাপরিচালক হিসেবে তাঁর দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তির দিনে এই দরবার অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকেরা, উপপরিচালকেরাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সবাইকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দুই বছর উত্তীর্ণ হওয়ায় ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বক্তব্যের শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ১৫ আগস্ট শাহাদত বরণকারী জাতির পিতার পরিবারের সব সদস্যের প্রতি, মহান স্বাধীনতাযুদ্ধে জীবন দেওয়া ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনসহ বিভিন্ন দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে মৃত্যুবরণকারী শহীদ ফায়ার ফাইটারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

নতুন নতুন ফায়ার স্টেশন চালু করাসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন, বিশেষ করে স্বাধীনতা পুরস্কার ২০২৩ এবং কর্মীদের আজীবন রেশন দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সুরক্ষা সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  

ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘আমাদের কর্মীরা যেমন দেশের জন্য জীবন দিচ্ছেন, সরকার তেমনি আমাদের প্রত্যাশিত সব ন্যায্য দাবি পূরণ করছে।’ একটি আধুনিক ফায়ার সার্ভিস প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের সবার উচিত হবে সেই লক্ষ্যমাত্রা পূরণে আন্তরিকভাবে কাজ করা।’ 

ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘আপনাদের ফায়ার সার্ভিসের অর্জিত সুনাম ও সাফল্য ধরে রাখতে হবে। এজন্য নিজ নিজ দায়িত্ব পালনে যত্নবান থাকতে হবে। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমেই একটি প্রতিষ্ঠানে সাফল্য অর্জন করা সম্ভব হয়।’ 

দরবারের একপর্যায়ে মহাপরিচালক উপস্থিত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীদের মতামত শুনতে চান। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের আলোচনায় মহাপরিচালক মহোদয়ের দুই বছর সময়কালে বিভিন্ন সাফল্য অর্জনের তথ্য উঠে আসে। 

গতকাল বেলা ১১টায় দরবার অনুষ্ঠানে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে দরবার শুরু হয়। এরপর ২০২২ সালের ২৫ মে মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের সাফল্য ও উন্নয়ন-অগ্রগতিতে গৃহীত কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

মহাপরিচালক সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে দরবারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত