Ajker Patrika

কিশোরগঞ্জের ৪ গ্রাম ২ দিন ধরে বিদ্যুৎ বিহীন

প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ৪ গ্রাম ২ দিন ধরে বিদ্যুৎ বিহীন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের ৪টি গ্রাম দু'দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। কলমা তীরবর্তী মেঘনা নদীতে বিদ্যুৎ সাবমেরিন ক্যাবল বিভ্রাটে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানায় কিশোরগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি। আজ বৃহস্পতিবার সকাল থেকে হাওরে সাবমেরিন ক্যাবল সারিয়ে বিকেল ৪টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

কিশোরগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি (পবিস) অষ্টগ্রাম এরিয়া অফিসের নিয়ন্ত্রণে রয়েছে কলমা ইউনিয়নের শরীফপুর, শিবলা, ঢালাকান্দি, চারিয়া শরীফপুর গ্রাম। গতকাল বুধবার দুপুরে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে জানা যায় মেঘনা নদীর সাবমেরিন ক্যাবলে সমস্যা কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই বিষয়ে পল্লি বিদ্যুৎ সমিতি এরিয়া অফিস অষ্টগ্রাম, উপ সহকারী প্রকৌশলী মো. আল আমিন সরকার বলেন, সাবমেরিন ক্যাবলে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। প্রকৌশলীদের চেষ্টায় এখন সরবরাহ চালু রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত