উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিবেদক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কের কারণে সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর এলাকায় বোম ডিসপোজাল ইউনিট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। আজ বুধবার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুবেল আজকের পত্রিকাকে রাত সোয়া ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন।
রুবেল বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ বোমা সদৃশ বস্তুর উপস্থিতি পেয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমরা আমাদের ইউনিট পাঠিয়েছি। বিমানবন্দরের পক্ষ থেকে জানতে পেরেছি একজন লোক বোমা নিয়ে বিমানবন্দরের প্রবেশ করেছে।’
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন আজকের পত্রিকাকে জানান, মালেশিয়ান একটি বিমানের মধ্যে কিছু একটা হয়েছে। যার কারণে সবাই সতর্ক।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, ওই বিমানে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো সময় আমাদের ভেতরে প্রবেশ করতে হতে পারে।’
এ বিষয়ে জানতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এবং বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কের কারণে সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর এলাকায় বোম ডিসপোজাল ইউনিট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। আজ বুধবার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুবেল আজকের পত্রিকাকে রাত সোয়া ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন।
রুবেল বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ বোমা সদৃশ বস্তুর উপস্থিতি পেয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমরা আমাদের ইউনিট পাঠিয়েছি। বিমানবন্দরের পক্ষ থেকে জানতে পেরেছি একজন লোক বোমা নিয়ে বিমানবন্দরের প্রবেশ করেছে।’
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন আজকের পত্রিকাকে জানান, মালেশিয়ান একটি বিমানের মধ্যে কিছু একটা হয়েছে। যার কারণে সবাই সতর্ক।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, ওই বিমানে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো সময় আমাদের ভেতরে প্রবেশ করতে হতে পারে।’
এ বিষয়ে জানতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এবং বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৩১ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৩৮ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪১ মিনিট আগে