নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার এক মামলায় বিএনপি ও যুবদলের ২৩ নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রায় দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার, বিএনপি নেতা মো. মোহন, জালাল আকমল, মো. মাহবুব, মাওয়া মাসুম, বাংগাল সিরাজ, মো. ইউসুফ, রাজু হালদার, সেলিম, আব্দর রহমান, মিঠু, জহির, মো. ফারুক, জোবায়ের আলম, মো. আজিম, মো. ইকবাল হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. রাসেল, মো. মজিবুল হাসান, মো. ভূবন, মো. শাখাওয়াত হোসেন, মো. আরিফ হোসেন ও কবির আহম্মেদ মুকুলকে রায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।
প্রত্যেককে বেআইনি সমাবেশের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়ে মারধর করার দায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
ইসহাক সরকারকে আদালতে হাজির করা হয়। অন্য আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের অক্টোবরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বংশাল থানার সৈয়দ নজরুল ইসলাম সরণীর নবাবপুর পুলিশ ফাঁড়ির সামনে বেআইনি জনতাবধ্য হয়ে মিছিল সমাবেশ করে এবং তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করে। একইসঙ্গে যানবাহন ভাঙচুরসহ পুলিশকে মারধর করে।
এ ঘটনায় বংশাল থানা-পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্ত শেষে ৩৯ আসামির বিরুদ্ধে ২০১৪ সালে অভিযোগ পত্র দাখিল করা হয়।
জানা গেছে, ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
মিরপুরের মামলায় দুইজনের তিন বছরের কারাদণ্ড
এদিকে দ্রুত বিচার আইনে করা মিরপুর থানার একটি মামলায় দুই বিএনপি কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার ২০ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কবির হোসেন মিল্টন ও খন্দকার আখতার হোসেন শিপন। এই মামলায় ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৩ সালের এপ্রিল মাসে মিরপুর থানা এলাকায় বিএনপি নেতা কর্মীরা মিছিল সমাবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় মিরপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নাশকতার এক মামলায় বিএনপি ও যুবদলের ২৩ নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রায় দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার, বিএনপি নেতা মো. মোহন, জালাল আকমল, মো. মাহবুব, মাওয়া মাসুম, বাংগাল সিরাজ, মো. ইউসুফ, রাজু হালদার, সেলিম, আব্দর রহমান, মিঠু, জহির, মো. ফারুক, জোবায়ের আলম, মো. আজিম, মো. ইকবাল হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. রাসেল, মো. মজিবুল হাসান, মো. ভূবন, মো. শাখাওয়াত হোসেন, মো. আরিফ হোসেন ও কবির আহম্মেদ মুকুলকে রায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।
প্রত্যেককে বেআইনি সমাবেশের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়ে মারধর করার দায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
ইসহাক সরকারকে আদালতে হাজির করা হয়। অন্য আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের অক্টোবরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বংশাল থানার সৈয়দ নজরুল ইসলাম সরণীর নবাবপুর পুলিশ ফাঁড়ির সামনে বেআইনি জনতাবধ্য হয়ে মিছিল সমাবেশ করে এবং তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করে। একইসঙ্গে যানবাহন ভাঙচুরসহ পুলিশকে মারধর করে।
এ ঘটনায় বংশাল থানা-পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্ত শেষে ৩৯ আসামির বিরুদ্ধে ২০১৪ সালে অভিযোগ পত্র দাখিল করা হয়।
জানা গেছে, ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
মিরপুরের মামলায় দুইজনের তিন বছরের কারাদণ্ড
এদিকে দ্রুত বিচার আইনে করা মিরপুর থানার একটি মামলায় দুই বিএনপি কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার ২০ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কবির হোসেন মিল্টন ও খন্দকার আখতার হোসেন শিপন। এই মামলায় ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৩ সালের এপ্রিল মাসে মিরপুর থানা এলাকায় বিএনপি নেতা কর্মীরা মিছিল সমাবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় মিরপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সূচনা ঘটেছিল কোটাবিরোধী আন্দোলন থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সেই আন্দোলনে দমন-পীড়ন চালানোয় তা গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে।
১৮ মিনিট আগেটঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। হেদায়েতি বয়ান শেষে সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
২০ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে প্রায় দেড় যুগ আগে প্রতিষ্ঠিত হয় পপুলার মেডিকেল কলেজ। অভিযোগ রয়েছে, মৌলিক শর্তগুলো পূরণ না করলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর এই চিকিৎসা মহাবিদ্যালয়ে শিক্ষাবর্ষ নবায়ন ও আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। অথচ কলেজটি নিজস্ব জমি, অবকাঠামো, হাসপাতালে শয্যাসংখ্যাসহ ১০টির বেশি...
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৭ ঘণ্টা আগে