ফরিদপুর প্রতিনিধি
গত ৮ নভেম্বর ডিউটি শেষ করে স্ত্রী, সহকর্মীদের খুদে বার্তা দেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্মকর্তা মো. জাকির হোসেন। এরপর পাঁচ দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির বলেন, ‘৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন জাকির হোসেন। পরদিন ভোর সাড়ে ৫টার সময় জাকির আমার মোবাইলে একটি মেসেজ দেন, তার শাশুড়ি অসুস্থ। শাশুড়ির বাড়ি মানিকগঞ্জে যেতে হচ্ছে। মেসেজ দেখে মোবাইল করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘একই ম্যাসেজ তিনি সহকর্মী মঈন উদ্দিন আহমেদকেও (সেতু) দিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রী আমাকে ফোন করে জানান, দুই দিন যাবৎ জাকিরকে মোবাইলে পাচ্ছেন না। জাকির তাঁর স্ত্রীকে মেসেজ দিয়েছিলেন তার মোবাইল বন্ধ থাকবে। মোবাইলে চার্জ হচ্ছে না।’
এদিকে বৃহস্পতিবার রাতে মোহসিন উদ্দিন ফকি বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জাকির হোসেনের স্ত্রী সখিনা আক্তার কলি বলেন, ‘৯ নভেম্বর রাতে তাঁর মেসেজ আসার পর থেকে কল দিয়ে বন্ধ পাই। আত্মীয়সহ কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করেছি। কেউ তাঁর সন্ধান দিতে পারেনি।’
সখিনা আরও বলেন, ‘আগে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবনে থাকতাম। গত জুলাই মাস থেকে আমি সাভারে থাকি। ভাঙ্গার বাসায় আমার স্বামী একাই থাকতেন।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘চিকিৎসক জাকির নিখোঁজের বিষয়ে তাঁর সহকর্মী থানায় জিডি করেছেন। চিকিৎসকের ভাঙ্গায় সরকারি বাসভবনে তল্লাশি করেছি, তবে কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত ব্যাগটিও বাসায় রয়েছে। সন্ধান পেতে পুলিশ কাজ করছে।’
গত ৮ নভেম্বর ডিউটি শেষ করে স্ত্রী, সহকর্মীদের খুদে বার্তা দেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্মকর্তা মো. জাকির হোসেন। এরপর পাঁচ দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির বলেন, ‘৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন জাকির হোসেন। পরদিন ভোর সাড়ে ৫টার সময় জাকির আমার মোবাইলে একটি মেসেজ দেন, তার শাশুড়ি অসুস্থ। শাশুড়ির বাড়ি মানিকগঞ্জে যেতে হচ্ছে। মেসেজ দেখে মোবাইল করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘একই ম্যাসেজ তিনি সহকর্মী মঈন উদ্দিন আহমেদকেও (সেতু) দিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রী আমাকে ফোন করে জানান, দুই দিন যাবৎ জাকিরকে মোবাইলে পাচ্ছেন না। জাকির তাঁর স্ত্রীকে মেসেজ দিয়েছিলেন তার মোবাইল বন্ধ থাকবে। মোবাইলে চার্জ হচ্ছে না।’
এদিকে বৃহস্পতিবার রাতে মোহসিন উদ্দিন ফকি বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জাকির হোসেনের স্ত্রী সখিনা আক্তার কলি বলেন, ‘৯ নভেম্বর রাতে তাঁর মেসেজ আসার পর থেকে কল দিয়ে বন্ধ পাই। আত্মীয়সহ কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করেছি। কেউ তাঁর সন্ধান দিতে পারেনি।’
সখিনা আরও বলেন, ‘আগে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবনে থাকতাম। গত জুলাই মাস থেকে আমি সাভারে থাকি। ভাঙ্গার বাসায় আমার স্বামী একাই থাকতেন।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘চিকিৎসক জাকির নিখোঁজের বিষয়ে তাঁর সহকর্মী থানায় জিডি করেছেন। চিকিৎসকের ভাঙ্গায় সরকারি বাসভবনে তল্লাশি করেছি, তবে কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত ব্যাগটিও বাসায় রয়েছে। সন্ধান পেতে পুলিশ কাজ করছে।’
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
১১ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
১১ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
১৪ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৩০ মিনিট আগে