Ajker Patrika

মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ চিকিৎসক

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২০: ২৩
মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ চিকিৎসক

গত ৮ নভেম্বর ডিউটি শেষ করে স্ত্রী, সহকর্মীদের খুদে বার্তা দেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্মকর্তা মো. জাকির হোসেন। এরপর পাঁচ দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির বলেন, ‘৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন জাকির হোসেন। পরদিন ভোর সাড়ে ৫টার সময় জাকির আমার মোবাইলে একটি মেসেজ দেন, তার শাশুড়ি অসুস্থ। শাশুড়ির বাড়ি মানিকগঞ্জে যেতে হচ্ছে। মেসেজ দেখে মোবাইল করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘একই ম্যাসেজ তিনি সহকর্মী মঈন উদ্দিন আহমেদকেও (সেতু) দিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রী আমাকে ফোন করে জানান, দুই দিন যাবৎ জাকিরকে মোবাইলে পাচ্ছেন না। জাকির তাঁর স্ত্রীকে মেসেজ দিয়েছিলেন তার মোবাইল বন্ধ থাকবে। মোবাইলে চার্জ হচ্ছে না।’

এদিকে বৃহস্পতিবার রাতে মোহসিন উদ্দিন ফকি বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জাকির হোসেনের স্ত্রী সখিনা আক্তার কলি বলেন, ‘৯ নভেম্বর রাতে তাঁর মেসেজ আসার পর থেকে কল দিয়ে বন্ধ পাই। আত্মীয়সহ কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করেছি। কেউ তাঁর সন্ধান দিতে পারেনি।’

সখিনা আরও বলেন, ‘আগে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবনে থাকতাম। গত জুলাই মাস থেকে আমি সাভারে থাকি। ভাঙ্গার বাসায় আমার স্বামী একাই থাকতেন।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘চিকিৎসক জাকির নিখোঁজের বিষয়ে তাঁর সহকর্মী থানায় জিডি করেছেন। চিকিৎসকের ভাঙ্গায় সরকারি বাসভবনে তল্লাশি করেছি, তবে কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত ব্যাগটিও বাসায় রয়েছে। সন্ধান পেতে পুলিশ কাজ করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত