পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। আজ রোববার সকালে হওয়া এ সংঘর্ষে দু’পক্ষের ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন-উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামের ইলাত আলী প্রামানিকের ছেলে ইব্রাহিম প্রামানিক (৭০) ও তাঁর স্ত্রী হামিদা বেগম (৬০), দুলাল প্রামানিক (৬০) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৫০), তাঁদের দুই ছেলে সুজন প্রামানিক (২৬) ও ইমন প্রামানিক (২০), একই গ্রামের রস্তম প্রামানিকের স্ত্রী পারভিন বেগম (৩৫) ও বাবর আলীর স্ত্রী সুলতানা খাতুন।
অপর পক্ষের আহতরা হলেন-একই গ্রামের রশাই প্রামানিকের ছেলে নূরুল ইসলাম (৬৫) ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন (৫০), তাঁদের ছেলে ওসমান আলী (৩০), রওশন প্রামানিকের ছেলে আব্দুল খালেক প্রামানিক (৩৩) ও আরশেদ প্রামানিকের ছেলে আব্দুল মালেক প্রামানিক (২৮)।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে ইব্রাহিম প্রামানিক ও তাঁর স্ত্রী হামিদা বেগম এবং পারভিন বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম প্রামানিক ও দুলাল প্রামানিক বলেন, ‘আমাদের বসত বাড়ি প্রবেশের রাস্তা আমার বাবার কেনা সম্পত্তি। প্রতিবেশী নূরুল ইসলাম প্রামানিক এই রাস্তা নিজেদের দাবি করে গতকাল শনিবার সপরিবারে রাস্তা দখল করতে আসে। আমরা বাধা দিই। পরে আজ রোববার সকাল ১০টায় বিষয়টি নিয়ে দুই পক্ষের বসার কথা ছিল। সকাল ১০টা বাজার আগেই তাঁরা রাম দা, চাইনিজ কুড়াল, দেশীয় লাঠি-সোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।’
তবে এ ঘটনায় প্রতিবেশী নূরুল ইসলাম প্রামানিক বলেন, ‘এই রাস্তার জায়গা নিয়ে অনেক আগে থেকেই ঝামেলা চলছে। তাঁদের হামলায় আমাদের ছয়জন আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। আমরা সবাই পাংশা হাসপাতালে চিকিৎসাধীন।’
রাজবাড়ীর পাংশার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। আজ রোববার সকালে হওয়া এ সংঘর্ষে দু’পক্ষের ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন-উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামের ইলাত আলী প্রামানিকের ছেলে ইব্রাহিম প্রামানিক (৭০) ও তাঁর স্ত্রী হামিদা বেগম (৬০), দুলাল প্রামানিক (৬০) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৫০), তাঁদের দুই ছেলে সুজন প্রামানিক (২৬) ও ইমন প্রামানিক (২০), একই গ্রামের রস্তম প্রামানিকের স্ত্রী পারভিন বেগম (৩৫) ও বাবর আলীর স্ত্রী সুলতানা খাতুন।
অপর পক্ষের আহতরা হলেন-একই গ্রামের রশাই প্রামানিকের ছেলে নূরুল ইসলাম (৬৫) ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন (৫০), তাঁদের ছেলে ওসমান আলী (৩০), রওশন প্রামানিকের ছেলে আব্দুল খালেক প্রামানিক (৩৩) ও আরশেদ প্রামানিকের ছেলে আব্দুল মালেক প্রামানিক (২৮)।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে ইব্রাহিম প্রামানিক ও তাঁর স্ত্রী হামিদা বেগম এবং পারভিন বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম প্রামানিক ও দুলাল প্রামানিক বলেন, ‘আমাদের বসত বাড়ি প্রবেশের রাস্তা আমার বাবার কেনা সম্পত্তি। প্রতিবেশী নূরুল ইসলাম প্রামানিক এই রাস্তা নিজেদের দাবি করে গতকাল শনিবার সপরিবারে রাস্তা দখল করতে আসে। আমরা বাধা দিই। পরে আজ রোববার সকাল ১০টায় বিষয়টি নিয়ে দুই পক্ষের বসার কথা ছিল। সকাল ১০টা বাজার আগেই তাঁরা রাম দা, চাইনিজ কুড়াল, দেশীয় লাঠি-সোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।’
তবে এ ঘটনায় প্রতিবেশী নূরুল ইসলাম প্রামানিক বলেন, ‘এই রাস্তার জায়গা নিয়ে অনেক আগে থেকেই ঝামেলা চলছে। তাঁদের হামলায় আমাদের ছয়জন আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। আমরা সবাই পাংশা হাসপাতালে চিকিৎসাধীন।’
গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
২ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১১ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
১৯ মিনিট আগেআজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তাঁরা। শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে আটকে পড়া গাড়িগুলো পরে অন্য সড়ক ঘুরে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করেন। তাঁরা গতকাল শু
২৬ মিনিট আগে