Ajker Patrika

গোদাগাড়ীতে আদিবাসী কৃষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
গোদাগাড়ীতে আদিবাসী কৃষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে পানি না পাওয়ায় দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোড়াগাড়ী উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে যৌথভাবে এ কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় কৃষক সমিতি।

জাতীয় কৃষক সমিতির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান মানববন্ধনে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, ‘গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি ও রবি মারানডি তাঁদের ধান খেতে পানি না পেয়ে বিষপান করে আত্মহত্যা করেন। গরিব সাঁওতাল কৃষক জমিতে সেচের জন্য পানি চাইতে গেলে পানি না দিয়ে হয়রানি করতে থাকেন সাখাওয়াত হোসেন। তাই দুঃখে বিষ পান করে দুই কৃষক আত্মহত্যা করেন। এটি শুধু আত্মহত্যা নয়, কাঠামোগত হত্যা।’ 

মানববন্ধনে গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সমালোচনা করে বক্তারা বলেন, ‘পানির অধিকার কৃষকের ন্যায্য অধিকার। এ অঞ্চলের কৃষকেরা দীর্ঘদিন ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দ্বারা নির্যাতিত হয়ে আসছে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা বৈষম্যের শিকার।

 দুই কৃষকের আত্মহত্যা দেশজুড়ে আদিবাসী আন্দোলনের নতুন দিক তৈরি করেছে। কৃষকের সকল অধিকার আদায়ের জাতীয় কৃষক সমিতির লড়াই অব্যাহত থাকবে।’ 

যুবমৈত্রীর রাজশাহী জেলার সভাপতি মনিরুদ্দীন পান্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন-জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামাণিক দেবু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, কৃষক সমিতির জেলার সহসভাপতি ফরজ আলী, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, আদিবাসী পরিষদের নেতা বিমল চন্দ্র রাজোয়ার, শ্রমিক ফেডারেশনের নেতা নাজমুল করিম, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী নেতা নরেন পাহান, মতিন পাহান, রবিন হেমব্রম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত