রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরায় অস্থায়ী সবজির বাজার বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে এখনো চলছে ওই বাজার। পৃথক দুটি দুর্ঘটনায় ওই বাজারে ১০ জনের প্রাণহানির পরও এখনো চলছে অস্থায়ী বাজারটি।
সরেজমিনে দেখা যায়, আজ সোমবার ভোর থেকে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় (মেশিনঘর) এলাকায় অস্থায়ী এ বাজার বসেছে। সকালে পুলিশ এই বাজার বন্ধ করার চেষ্টা করে। পুলিশ চলে যাওয়ার পরক্ষণেই আবারও শুরু হয় এই হাটে কেনাবেচা। এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করলেও স্থানীয় কৃষকেরা আগের মতোই বাজারে আসছেন।
ইউপি সদস্য মাজহারুল হক রিপন বলেন, ‘প্রশাসনের ঘোষণার পর স্থানীয়ভাবে বাজারটি বন্ধের প্রচারণা চালানো হয়। তার পরও এই অঞ্চলের কয়েক গ্রামের কৃষকেরা নিজে থেকেই এই হাটে আসছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মহাসড়কের ৫০ মিটার ভেতরে বাজার বসানোর চিন্তা করছেন স্থানীয়রা।’
নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহনগুলো পুলিশের সামনেই অসময়ে চলাচল করে। সিএনজিচালিত অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন পর পর ছোট-বড় দুর্ঘটনায় মানুষ মারা যায়। এ রকম দুর্ঘটনা থেকে মুক্তি চাই।’
মির্জাপুর ইউপি চেয়ারম্যান মনজুর এলাহী বলেন, ‘গতকাল দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর পর স্থানীয়দের চাহিদা অনুযায়ী অবৈধ বাজার বন্ধের জন্য উপজেলা ও জেলায় লিখিত আবেদন করি। ভবিষ্যতে এর স্থায়ী বাস্তবায়ন চাই।’
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘ওইখানে অবৈধ হাট-বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিত পুলিশি প্রহরা থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। মহাসড়কের পাশে অবৈধ বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই স্থানে হাট বসাতে এলে আইন অমান্যকারীদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গতকাল রোববার ভোর ৬টার দিকে অস্থায়ী সবজির হাটে নিয়ন্ত্রণ হারানো কাঁচামালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও সবজি বিক্রেতাসহ পাঁচজন নিহত হন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। এর আগেও গত ৩০ জুন রায়পুরার মাহমুদাবাদ এলাকায় একই স্থানে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন সবজি ক্রেতা-বিক্রেতা নিহত হন।
নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরায় অস্থায়ী সবজির বাজার বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে এখনো চলছে ওই বাজার। পৃথক দুটি দুর্ঘটনায় ওই বাজারে ১০ জনের প্রাণহানির পরও এখনো চলছে অস্থায়ী বাজারটি।
সরেজমিনে দেখা যায়, আজ সোমবার ভোর থেকে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় (মেশিনঘর) এলাকায় অস্থায়ী এ বাজার বসেছে। সকালে পুলিশ এই বাজার বন্ধ করার চেষ্টা করে। পুলিশ চলে যাওয়ার পরক্ষণেই আবারও শুরু হয় এই হাটে কেনাবেচা। এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করলেও স্থানীয় কৃষকেরা আগের মতোই বাজারে আসছেন।
ইউপি সদস্য মাজহারুল হক রিপন বলেন, ‘প্রশাসনের ঘোষণার পর স্থানীয়ভাবে বাজারটি বন্ধের প্রচারণা চালানো হয়। তার পরও এই অঞ্চলের কয়েক গ্রামের কৃষকেরা নিজে থেকেই এই হাটে আসছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মহাসড়কের ৫০ মিটার ভেতরে বাজার বসানোর চিন্তা করছেন স্থানীয়রা।’
নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহনগুলো পুলিশের সামনেই অসময়ে চলাচল করে। সিএনজিচালিত অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন পর পর ছোট-বড় দুর্ঘটনায় মানুষ মারা যায়। এ রকম দুর্ঘটনা থেকে মুক্তি চাই।’
মির্জাপুর ইউপি চেয়ারম্যান মনজুর এলাহী বলেন, ‘গতকাল দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর পর স্থানীয়দের চাহিদা অনুযায়ী অবৈধ বাজার বন্ধের জন্য উপজেলা ও জেলায় লিখিত আবেদন করি। ভবিষ্যতে এর স্থায়ী বাস্তবায়ন চাই।’
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘ওইখানে অবৈধ হাট-বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিত পুলিশি প্রহরা থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। মহাসড়কের পাশে অবৈধ বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই স্থানে হাট বসাতে এলে আইন অমান্যকারীদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গতকাল রোববার ভোর ৬টার দিকে অস্থায়ী সবজির হাটে নিয়ন্ত্রণ হারানো কাঁচামালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও সবজি বিক্রেতাসহ পাঁচজন নিহত হন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। এর আগেও গত ৩০ জুন রায়পুরার মাহমুদাবাদ এলাকায় একই স্থানে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন সবজি ক্রেতা-বিক্রেতা নিহত হন।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৫ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে