Ajker Patrika

২৯ বছর পর গাজীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের জালে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
ফালান। ছবি: সংগৃহীত
ফালান। ছবি: সংগৃহীত

২৯ বছর পর গাজীপুরে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু (৩৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ফালান উপজেলার বাহাদুরসাদী এলাকার মৃত তালেব আলীর ছেলে। হত্যা মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আর নিহত শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট দীর্ঘ ২৭ বছর পর একই মামলায় পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‍্যাব।

জানা গেছে, বিল্লাল হোসেন বিলুর গৃহকর্মী লাউ চুরি করেছে এমন অভিযোগে ফালানসহ কয়েকজনের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়। এরই জেরে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর আসামি ফালান বাড়ি থেকে ডেকে বিল্লাল হোসেনকে বাজারে নিয়ে যায়।

পরে সেখানে লাউ চুরির বিষয়ে দুজন তর্কে জড়িয়ে পড়লে আসামি বিল্লাল হোসেন বিলুর মাথায় কুড়াল দিয়া আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় বিলু সড়কে উঠে আসলে পরে আরও কয়েকজন এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় অপর আসামি আব্দুল আজিজের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিলুকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন।

এ ঘটনায় (৭ ডিসেম্বর) রাতে নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে ঘটনায় জড়িত ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, আজিজ, ওসমান, ছামাদ, হুমায়ুন, রুস্তম আলীসহ ১০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই ঘটনার পর থেকে আসামি ফালান আত্মগোপনে চলে যান।

দীর্ঘ দুই বছর তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২১ বছর শুনানি শেষে ২০১৮ সালের ২৩ এপ্রিল গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় পলাতক আসামি ফালানসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক ছিলেন।

ওসি মোহাম্মদ আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলুকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের অনেক দিন ধরেই গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সহযোগিতা চাওয়ার পর র‍্যাব-১ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তারে সমর্থ হয়। পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত