অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রথমে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি। আমরা গণমাধ্যমের সে ধরনের নিখুঁত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি, যেখানে ভয় ছাড়াই যেকোনো ব্যক্তি স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে পারেন।’
রাজধানীর একটি হোটেলে আজ রোববার অক্সফাম বাংলাদেশের উদ্যোগে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল আলম এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তরের এ সময়টিই প্রশ্ন তোলার উপযুক্ত সময়। এখন আপনারা বলতে পারেন, প্রশ্ন করার জন্য কি আমাদের সঠিক পরিবেশ আছে? গণমাধ্যমের স্বাধীনতা আছে? আমি আপনাদের সরকারের পক্ষ থেকে বলতে পারি, সবার অধিকার রয়েছে। আমরা পাঁচ মাস ধরে বারবার বলছি, প্রশ্ন করার এটিই সর্বোত্তম সময়। শক্তিশালী ব্যক্তি ও লবিদের জবাবদিহির এটিই সর্বোত্তম সময়।’
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, উন্নয়ন ও উন্নতির মধ্যে একটি সংঘাত আছে। বিশেষ করে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, সেখানে মানুষের মধ্যে বিভেদ ও আর দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। তখন মিডিয়াগুলো একটি পিলার গাড়লেও নিউজ করেছে। আমাদের দেশের উন্নয়নের নামে প্রচুর অর্থ ব্যয় হয়েছে অথচ তা গোপন করা হতো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশিষ দে এবং কি-নোট উপস্থাপন করেন মুস্তাকিম বিল্লাহ। আলোচনায় আরও অংশ নেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তালাত মামুন, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, শামীম আরা শিউলী প্রমুখ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রথমে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি। আমরা গণমাধ্যমের সে ধরনের নিখুঁত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি, যেখানে ভয় ছাড়াই যেকোনো ব্যক্তি স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে পারেন।’
রাজধানীর একটি হোটেলে আজ রোববার অক্সফাম বাংলাদেশের উদ্যোগে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল আলম এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তরের এ সময়টিই প্রশ্ন তোলার উপযুক্ত সময়। এখন আপনারা বলতে পারেন, প্রশ্ন করার জন্য কি আমাদের সঠিক পরিবেশ আছে? গণমাধ্যমের স্বাধীনতা আছে? আমি আপনাদের সরকারের পক্ষ থেকে বলতে পারি, সবার অধিকার রয়েছে। আমরা পাঁচ মাস ধরে বারবার বলছি, প্রশ্ন করার এটিই সর্বোত্তম সময়। শক্তিশালী ব্যক্তি ও লবিদের জবাবদিহির এটিই সর্বোত্তম সময়।’
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, উন্নয়ন ও উন্নতির মধ্যে একটি সংঘাত আছে। বিশেষ করে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, সেখানে মানুষের মধ্যে বিভেদ ও আর দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। তখন মিডিয়াগুলো একটি পিলার গাড়লেও নিউজ করেছে। আমাদের দেশের উন্নয়নের নামে প্রচুর অর্থ ব্যয় হয়েছে অথচ তা গোপন করা হতো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশিষ দে এবং কি-নোট উপস্থাপন করেন মুস্তাকিম বিল্লাহ। আলোচনায় আরও অংশ নেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তালাত মামুন, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, শামীম আরা শিউলী প্রমুখ।
খুলনা অঞ্চলে সম্প্রতি অতিবৃষ্টির কারণে প্রায় ২ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। এতে ৩০ হাজারের বেশি কৃষকের ১০০ কোটি টাকার ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
৫ মিনিট আগেসুশৃঙ্খলভাবে যান চলাচল ও পথচারী পারাপারে গত এপ্রিলে ঘটা করে রাজধানীর কয়েক জায়গায় চালু করা হয় ম্যানুয়াল পদ্ধতির সিগন্যাল বাতি। তবে দুই মাস যেতে না যেতেই সে প্রক্রিয়া কার্যত মুখ থুবড়ে পড়েছে। পথচারীরা তেমন একটা ব্যবহার করছেন না এ পদ্ধতি। কয়েকটি পয়েন্টে যান্ত্রিক ব্যবস্থাটি নিষ্ক্রিয়ও দেখা গেছে।
১০ মিনিট আগেশতবর্ষী পুকুর আড়াআড়িভাবে ভরাট করে রাস্তা বানানো হয়। দুই পাশে বাঁশের খুঁটি দিয়ে এই রাস্তা তৈরির পর এবার পুকুর ভরাটের আয়োজন। চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ডের পশ্চিম মোহরা সেলিমার বাড়ি এলাকায় এভাবেই শতবর্ষী পুকুর ভরাট করা হচ্ছে। ১৬ শতক আয়তনের পুকুর ভরাটে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ...
১৩ মিনিট আগেসেলিম ওরফে চুয়া সেলিম। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এই বাসিন্দার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদকের ৩৫টি মামলা রয়েছে। গত ৮ জানুয়ারি রাতে যৌথ বাহিনী একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের চার মাসের মাথায় জামিনে মুক্তি পেয়ে তিনি লাপাত্তা।
২০ মিনিট আগে