শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্লাহ একজন পাকিস্থানি এজেন্ট। এদেশে তিনি রাজনীতি করার কোনো অধিকার রাখেন না। তিনি মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন তা এদেশের মানুষ জানে। এই পাকিস্থানি এজেন্টরা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তেমনি সুযোগ পেলেই স্বাধীনতার পক্ষের শক্তির ক্ষতি করার চেষ্টা করবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর-১ (শিবচর) আসনের পদ্মা নদী বেষ্টিত চরজানাজাত ইউনিয়নে নির্বাচনী জনসভায় চিফ হুইপ এসব কথা বলেন।
নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহ্কে ইঙ্গিত করে চিফ হুইপ বলেন, আমরা ইলেকট্রনিক মিডিয়ার যুগে বাস করি। সব সময় মোবাইল খুলেই দেখি। আমাদের পার্শ্ববর্তী এলাকার হারুউল্লাহ (কাজী জাফর উল্লাহ) নির্বাচনে হাঁরতে হাঁরতে যাকে আমরা ‘হারুউল্লাহ’ বলি। কাজী জাফরউল্লাহ সব সময় নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে কথা বলেন, কুৎসা রটনা করেন। প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি নির্বাচন করবেন। কিন্তু তা না করে যখনই আসেন, হেলিকপ্টারে আসেন। আর শুধু একই দলের নৌকার প্রার্থীর বিপক্ষে কথা বলেন। কুৎসা রটনা করেন। তিনি তার এলাকার কথা না বলে শিবচরের কথা বলে। তিনি জানেও না শিবচরে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম।
তিনিও নৌকার প্রার্থী আমিও নৌকার প্রার্থী। নৌকার প্রার্থী হিসেবে তিনি আমার পক্ষে কথা বলবেন। কিন্তু তিনি তা না করে উল্টো আমার বিপক্ষে কথা বলছেন। সেতো হারবেই সেই সঙ্গে আমার ভোটও নষ্ট করার চেষ্টা করছে।
চিফ হুইপ বলেন, এটা একটা ষড়যন্ত্র। কিন্তু পানি কাটলে কখনো দুই ভাগ হয় না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষেই থাকে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিলেন। তিনি স্বাধীনতা পদক পেয়েছেন। আপনারা সবাই জানেন। আমিও ছোট বেলায় পরিবারের সঙ্গে ভারতে গিয়েছিলাম। তিনি কোথায় গিয়েছিলেন? উনার ঠিকানাটি কোথায়? কেউ বলতে পারে না। আর ইউটিউবে দেখলাম ভোটের জন্য মানুষের কাছে হাতজোড় করে ভিক্ষা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। ভোটের জন্য ক্ষমা চাইতে হবে কেন, ভিক্ষা চাইতে হবে কেন? আমি যদি কাজ করি, যদি মানুষের বিপদে পাশে থাকি তাহলে আমি না আসলেও মানুষ আমাকে ভোট দেবে। কাজ করেন নাই, ফাঁকি দিয়েছেন, উন্নয়ন করেননি তাই এখন ভোট ভিক্ষা, ক্ষমা ও দয়া চচ্ছেন।
চিফ হুইপ আরও বলেন,কথায় কথায় তার (কাজী জাফর উল্লাহ্) বাবা এটা করেছে, ওটা করেছে বলে বেড়ায়। আরে বাবাতো করেছে, কিন্তু আপনিওতো এমপি ছিলেন, আপনারও স্ত্রীও তো এমপি ছিল, আপনার চাচাকে তো এমপি থেকে সরিয়েছেন। কিন্তু আপনি কি করেছেন? নিজের কথা বলেন। আমার বাপ এটা করেছে ওটা করেছে বললেনই তো কয়েকবার। এবার নিজের পায়ে দাঁড়ান। আমরা অনেকদিন চুপ করে ছিলাম। প্রায় দশ বছর পর্যন্ত আমরা কোনো কথা বলিনি। তাই এখন সময় হয়েছে স্বাধীনতার পক্ষের লোকেরা ক্ষমতায় থাকবে। যেমন প্রধানমন্ত্রী স্বাধীনতার পক্ষের। তাই এদেশের মানুষ তাকে বারবার ক্ষমতায় দিচ্ছেন। কিন্তু একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিভিন্ন ভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন ডা. মো. সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির বড় ভাই।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্লাহ একজন পাকিস্থানি এজেন্ট। এদেশে তিনি রাজনীতি করার কোনো অধিকার রাখেন না। তিনি মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন তা এদেশের মানুষ জানে। এই পাকিস্থানি এজেন্টরা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তেমনি সুযোগ পেলেই স্বাধীনতার পক্ষের শক্তির ক্ষতি করার চেষ্টা করবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর-১ (শিবচর) আসনের পদ্মা নদী বেষ্টিত চরজানাজাত ইউনিয়নে নির্বাচনী জনসভায় চিফ হুইপ এসব কথা বলেন।
নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহ্কে ইঙ্গিত করে চিফ হুইপ বলেন, আমরা ইলেকট্রনিক মিডিয়ার যুগে বাস করি। সব সময় মোবাইল খুলেই দেখি। আমাদের পার্শ্ববর্তী এলাকার হারুউল্লাহ (কাজী জাফর উল্লাহ) নির্বাচনে হাঁরতে হাঁরতে যাকে আমরা ‘হারুউল্লাহ’ বলি। কাজী জাফরউল্লাহ সব সময় নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে কথা বলেন, কুৎসা রটনা করেন। প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি নির্বাচন করবেন। কিন্তু তা না করে যখনই আসেন, হেলিকপ্টারে আসেন। আর শুধু একই দলের নৌকার প্রার্থীর বিপক্ষে কথা বলেন। কুৎসা রটনা করেন। তিনি তার এলাকার কথা না বলে শিবচরের কথা বলে। তিনি জানেও না শিবচরে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম।
তিনিও নৌকার প্রার্থী আমিও নৌকার প্রার্থী। নৌকার প্রার্থী হিসেবে তিনি আমার পক্ষে কথা বলবেন। কিন্তু তিনি তা না করে উল্টো আমার বিপক্ষে কথা বলছেন। সেতো হারবেই সেই সঙ্গে আমার ভোটও নষ্ট করার চেষ্টা করছে।
চিফ হুইপ বলেন, এটা একটা ষড়যন্ত্র। কিন্তু পানি কাটলে কখনো দুই ভাগ হয় না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষেই থাকে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিলেন। তিনি স্বাধীনতা পদক পেয়েছেন। আপনারা সবাই জানেন। আমিও ছোট বেলায় পরিবারের সঙ্গে ভারতে গিয়েছিলাম। তিনি কোথায় গিয়েছিলেন? উনার ঠিকানাটি কোথায়? কেউ বলতে পারে না। আর ইউটিউবে দেখলাম ভোটের জন্য মানুষের কাছে হাতজোড় করে ভিক্ষা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। ভোটের জন্য ক্ষমা চাইতে হবে কেন, ভিক্ষা চাইতে হবে কেন? আমি যদি কাজ করি, যদি মানুষের বিপদে পাশে থাকি তাহলে আমি না আসলেও মানুষ আমাকে ভোট দেবে। কাজ করেন নাই, ফাঁকি দিয়েছেন, উন্নয়ন করেননি তাই এখন ভোট ভিক্ষা, ক্ষমা ও দয়া চচ্ছেন।
চিফ হুইপ আরও বলেন,কথায় কথায় তার (কাজী জাফর উল্লাহ্) বাবা এটা করেছে, ওটা করেছে বলে বেড়ায়। আরে বাবাতো করেছে, কিন্তু আপনিওতো এমপি ছিলেন, আপনারও স্ত্রীও তো এমপি ছিল, আপনার চাচাকে তো এমপি থেকে সরিয়েছেন। কিন্তু আপনি কি করেছেন? নিজের কথা বলেন। আমার বাপ এটা করেছে ওটা করেছে বললেনই তো কয়েকবার। এবার নিজের পায়ে দাঁড়ান। আমরা অনেকদিন চুপ করে ছিলাম। প্রায় দশ বছর পর্যন্ত আমরা কোনো কথা বলিনি। তাই এখন সময় হয়েছে স্বাধীনতার পক্ষের লোকেরা ক্ষমতায় থাকবে। যেমন প্রধানমন্ত্রী স্বাধীনতার পক্ষের। তাই এদেশের মানুষ তাকে বারবার ক্ষমতায় দিচ্ছেন। কিন্তু একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিভিন্ন ভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন ডা. মো. সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির বড় ভাই।
রাজধানীর খিলক্ষেতের একটি পলিথিন কারখানায় সারা দিন পলিথিন তৈরির পর রাতের আঁধারে বস্তায় ভরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নিয়ে বিক্রি করা হতো। একবার সিলগালার পরও গোপনে পলিথিন তৈরি করা হতো। ফের সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআগামীকাল শুক্রবার বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত ১২টায় নতুন কর্মসূচি ঘোষণার সময় এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
২ ঘণ্টা আগেএখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
২ ঘণ্টা আগে