টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাজীপুরের টঙ্গীতে ঝটিকা মিছিল করেছেন। তাঁরা আজ বৃহস্পতিবার ভোরে বনমালা রোডে মিছিলের পর দ্রুত ওই এলাকা থেকে সরে যান। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এই ঝটিকা মিছিলের একটি ভিডিও আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মঞ্জুর নেতৃত্বে ‘গাজীপুর আওয়ামী পরিবার’ লেখা একটি ব্যানার নিয়ে মিছিলটি বের করা হয়। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার ও তাঁর ছেলে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ছবি ছিল। মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়।
এ ঘটনার পর পুলিশ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের আটকে অভিযান চালায়। আজ সন্ধ্যায় পুলিশের অভিযানে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক আটক হন। এর আগে এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সোহেল ও মৃত বাবুল শিকদারের ছেলে কানন শিকদারকে আটক করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) এস এম নাসিরুদ্দিন বলেন, ঝটিকা মিছিলের ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। আজ সন্ধ্যায় ছাত্রলীগের একজন নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাজীপুরের টঙ্গীতে ঝটিকা মিছিল করেছেন। তাঁরা আজ বৃহস্পতিবার ভোরে বনমালা রোডে মিছিলের পর দ্রুত ওই এলাকা থেকে সরে যান। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এই ঝটিকা মিছিলের একটি ভিডিও আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মঞ্জুর নেতৃত্বে ‘গাজীপুর আওয়ামী পরিবার’ লেখা একটি ব্যানার নিয়ে মিছিলটি বের করা হয়। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার ও তাঁর ছেলে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ছবি ছিল। মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়।
এ ঘটনার পর পুলিশ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের আটকে অভিযান চালায়। আজ সন্ধ্যায় পুলিশের অভিযানে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক আটক হন। এর আগে এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সোহেল ও মৃত বাবুল শিকদারের ছেলে কানন শিকদারকে আটক করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) এস এম নাসিরুদ্দিন বলেন, ঝটিকা মিছিলের ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। আজ সন্ধ্যায় ছাত্রলীগের একজন নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়টির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জুলাই ঐক্যের সংগঠকেরা।
১ ঘণ্টা আগেবগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের মাহবর রহমানের ছেলে আব্দুল্লাহ আল ফারুখ স্থানীয়দের কাছে ফারুখ চেয়ারম্যান...
২ ঘণ্টা আগেখুলনায় চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম ববিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে খানজাহান আলী থানা-পুলিশ শিরোমণি এলাকার তেঁতুলতলা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে খুলনার যুগ্ম দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের যাত্রা শুরু হয় ২০০১ সালের ২৪ মার্চ। দুই যুগ পর আজ বৃহস্পতিবার কেন্দ্রটি থেকে স্থানীয় সংবাদের ইংরেজি বুলেটিন প্রচার শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে