নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে কক্ষ দখলের অভিযোগ উঠেছে রেজায়ে রাব্বি জায়েদ নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তিনি কলেজের রসায়ন বিভাগের (২০১৮–১৯) তৃতীয় বর্ষের ছাত্র।
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। কর্মসূচিতে কলেজটির প্রায় ১৮টি ক্লাবের নেতা ও শিক্ষার্থীরা অংশ নেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজায়ে রাব্বি জায়েদ। তাঁর দাবি, তিনি নিজের ক্লাবের জন্য কক্ষ বরাদ্দের আবেদন করেও বরাদ্দ পাননি। শিক্ষকদের সংগঠন বিজ্ঞান ক্লাব কক্ষ বরাদ্দ পেলেও ওই ক্লাবের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
আর কলেজ প্রশাসন বলছে, ভুল–বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতির তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তারা উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া মোয়াজ বলেন, ‘সমন্বয়ক নাম করে আমাদের ক্যাম্পাসে আবার ছাত্রলীগের মতো দখলদারি শুরু হয়েছে। দখলদারি, অনিয়ম বা বৈষম্য তৈরি হয়—এমন কোনো কার্যক্রম আমরা ক্যাম্পাসে আর দেখতে চাই না।’
স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধনের কলেজ শাখার সাবেক সভাপতি সোহেল মৃধা বলেন, ‘আগে দেখতাম ছাত্রলীগ ক্যাম্পাসে জোরপূর্বক প্রভাব বিস্তার করত। ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে আমরা তাদের তাড়িয়েছি। কিন্তু ছাত্রলীগ বিতাড়িত হলেও এখন আমরা দেখতে পাচ্ছি, সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ স্টাইলে ক্যাম্পাসে আবার দখলদারি শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘ক্যাম্পাসে কোনো কার্যক্রম নেই, এমন নামসর্বস্ব ক্লাবের নামে জোরপূর্বক কলেজ প্রশাসনের কাছ থেকে কক্ষ বরাদ্দ নেওয়া হয়েছে। যে ক্লাবের নামে জায়েদ কক্ষ বরাদ্দ নিয়েছেন, সে ক্লাবের নাম শিক্ষার্থীরা কখনো শোনেনি।’
জানা যায়, কলেজটিতে সামাজিক ও সাংস্কৃতিক মিলিয়ে মোট ১৮টিরও বেশি সংগঠন রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের নেতা–কর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে গেলে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কলেজের কয়েকটি ক্লাব ও সংগঠনকে অগ্রাধিকার ভিত্তিতে কক্ষ বরাদ্দ দিয়েছে।
সেখানে দেখা গেছে, বিজ্ঞান ক্লাব নামে একটি ক্লাব কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের নিচতলার স্মৃতি গ্যালারির কক্ষটি বরাদ্দ পেয়েছে। এখন বাকি সংগঠনগুলোর নেতারা দাবি তুলেছেন, এই ক্লাবের কোনো কার্যক্রম নেই। জায়েদ সমন্বয়ক দাবি করে কক্ষটি বাগিয়ে নিয়েছেন।
তিতুমীর নাট্যদলের সভাপতি ওয়ালীউল্লাহ তুহিন বলেন, ‘স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা সবাই লড়েছি। কোনো সমন্বয়ক যদি স্বৈরশাসন কায়েম করতে চায়, ব্যক্তিস্বার্থ কায়েম করতে চায়, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধেও লড়ব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতুমীর কলেজ শাখার প্রধান সমন্বয়ক নিরব হাসান সুজন বলেন, ‘আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। সমন্বয়কের প্রভাব খাটিয়ে কেউ কোনো ধরনের অন্যায়ের আশ্রয় নিলে আপনারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’
অভিযোগের বিষয়ে জায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘তিতুমীর কলেজে আমারও ক্লাব রয়েছে। সে ক্লাবটির নাম কেমিস্ট্রি অ্যাসোসিয়েশন অব তিতুমীর (ক্যাট)। আমি সে ক্লাবের প্রেসিডেন্ট। কলেজ প্রশাসনের পক্ষ থেকে যখন ক্লাবগুলোকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়, তখন আমার ক্লাবের জন্যও আমি আবেদন করি। কিন্তু প্রশাসন আমার ক্লাবের জন্য কোনো কক্ষ বরাদ্দ দেয়নি। বরাদ্দ দিয়েছে বিজ্ঞান ক্লাবকে। ওই ক্লাব শিক্ষকদের। কলেজে ৬–৭ বিভাগের প্রধানেরা ওই ক্লাবের দায়িত্বে আছেন। এখানে শিক্ষার্থীদের কোনো কমিটিও নেই। আমারও এ ক্লাবের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। যেখানে আমি আমার ক্লাবের জন্য কক্ষ বরাদ্দ পাইনি, সেখানে দেখছি আমার বিরুদ্ধে দখলদারির অভিযোগ আনা হচ্ছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। কারও যদি কোনো মন্তব্য থাকে তাহলে বিজ্ঞান ক্লাব নিয়ে কথা বলতে পারেন, কিন্তু সেখানে আমাকে নিয়ে কেন আলোচনা–সমালোচনা হচ্ছে, সেটা আমিও ঠিক বুঝতে পারছি না।’
জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজে আমরা শ্রেণি পাঠদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। ক্লাসের পর যাদের ভিন্ন ভিন্ন প্রতিভা আছে, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যোগ দেন। কলেজে এমন বেশ কিছু ক্লাব বা সংগঠন আছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে এসব ক্লাবকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে বিজ্ঞান ক্লাবও একটি কক্ষ পেয়েছে। তাদের বেশ কিছু ফান্ডিং রয়েছে। জায়েদও একটি ক্লাবের কক্ষের জন্য আবেদন করেছেন। কিন্তু তার ওই ক্লাবের এর আগে কোনো কার্যক্রম না থাকায় তাকে বরাদ্দ দেওয়া হয়নি। কক্ষ বরাদ্দ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটা আসলে ভুল–বোঝাবুঝির কারণে হয়েছে। আমরা দুপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে কক্ষ দখলের অভিযোগ উঠেছে রেজায়ে রাব্বি জায়েদ নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তিনি কলেজের রসায়ন বিভাগের (২০১৮–১৯) তৃতীয় বর্ষের ছাত্র।
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। কর্মসূচিতে কলেজটির প্রায় ১৮টি ক্লাবের নেতা ও শিক্ষার্থীরা অংশ নেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজায়ে রাব্বি জায়েদ। তাঁর দাবি, তিনি নিজের ক্লাবের জন্য কক্ষ বরাদ্দের আবেদন করেও বরাদ্দ পাননি। শিক্ষকদের সংগঠন বিজ্ঞান ক্লাব কক্ষ বরাদ্দ পেলেও ওই ক্লাবের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
আর কলেজ প্রশাসন বলছে, ভুল–বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতির তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তারা উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া মোয়াজ বলেন, ‘সমন্বয়ক নাম করে আমাদের ক্যাম্পাসে আবার ছাত্রলীগের মতো দখলদারি শুরু হয়েছে। দখলদারি, অনিয়ম বা বৈষম্য তৈরি হয়—এমন কোনো কার্যক্রম আমরা ক্যাম্পাসে আর দেখতে চাই না।’
স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধনের কলেজ শাখার সাবেক সভাপতি সোহেল মৃধা বলেন, ‘আগে দেখতাম ছাত্রলীগ ক্যাম্পাসে জোরপূর্বক প্রভাব বিস্তার করত। ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে আমরা তাদের তাড়িয়েছি। কিন্তু ছাত্রলীগ বিতাড়িত হলেও এখন আমরা দেখতে পাচ্ছি, সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ স্টাইলে ক্যাম্পাসে আবার দখলদারি শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘ক্যাম্পাসে কোনো কার্যক্রম নেই, এমন নামসর্বস্ব ক্লাবের নামে জোরপূর্বক কলেজ প্রশাসনের কাছ থেকে কক্ষ বরাদ্দ নেওয়া হয়েছে। যে ক্লাবের নামে জায়েদ কক্ষ বরাদ্দ নিয়েছেন, সে ক্লাবের নাম শিক্ষার্থীরা কখনো শোনেনি।’
জানা যায়, কলেজটিতে সামাজিক ও সাংস্কৃতিক মিলিয়ে মোট ১৮টিরও বেশি সংগঠন রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের নেতা–কর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে গেলে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কলেজের কয়েকটি ক্লাব ও সংগঠনকে অগ্রাধিকার ভিত্তিতে কক্ষ বরাদ্দ দিয়েছে।
সেখানে দেখা গেছে, বিজ্ঞান ক্লাব নামে একটি ক্লাব কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের নিচতলার স্মৃতি গ্যালারির কক্ষটি বরাদ্দ পেয়েছে। এখন বাকি সংগঠনগুলোর নেতারা দাবি তুলেছেন, এই ক্লাবের কোনো কার্যক্রম নেই। জায়েদ সমন্বয়ক দাবি করে কক্ষটি বাগিয়ে নিয়েছেন।
তিতুমীর নাট্যদলের সভাপতি ওয়ালীউল্লাহ তুহিন বলেন, ‘স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা সবাই লড়েছি। কোনো সমন্বয়ক যদি স্বৈরশাসন কায়েম করতে চায়, ব্যক্তিস্বার্থ কায়েম করতে চায়, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধেও লড়ব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতুমীর কলেজ শাখার প্রধান সমন্বয়ক নিরব হাসান সুজন বলেন, ‘আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। সমন্বয়কের প্রভাব খাটিয়ে কেউ কোনো ধরনের অন্যায়ের আশ্রয় নিলে আপনারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’
অভিযোগের বিষয়ে জায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘তিতুমীর কলেজে আমারও ক্লাব রয়েছে। সে ক্লাবটির নাম কেমিস্ট্রি অ্যাসোসিয়েশন অব তিতুমীর (ক্যাট)। আমি সে ক্লাবের প্রেসিডেন্ট। কলেজ প্রশাসনের পক্ষ থেকে যখন ক্লাবগুলোকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়, তখন আমার ক্লাবের জন্যও আমি আবেদন করি। কিন্তু প্রশাসন আমার ক্লাবের জন্য কোনো কক্ষ বরাদ্দ দেয়নি। বরাদ্দ দিয়েছে বিজ্ঞান ক্লাবকে। ওই ক্লাব শিক্ষকদের। কলেজে ৬–৭ বিভাগের প্রধানেরা ওই ক্লাবের দায়িত্বে আছেন। এখানে শিক্ষার্থীদের কোনো কমিটিও নেই। আমারও এ ক্লাবের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। যেখানে আমি আমার ক্লাবের জন্য কক্ষ বরাদ্দ পাইনি, সেখানে দেখছি আমার বিরুদ্ধে দখলদারির অভিযোগ আনা হচ্ছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। কারও যদি কোনো মন্তব্য থাকে তাহলে বিজ্ঞান ক্লাব নিয়ে কথা বলতে পারেন, কিন্তু সেখানে আমাকে নিয়ে কেন আলোচনা–সমালোচনা হচ্ছে, সেটা আমিও ঠিক বুঝতে পারছি না।’
জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজে আমরা শ্রেণি পাঠদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। ক্লাসের পর যাদের ভিন্ন ভিন্ন প্রতিভা আছে, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যোগ দেন। কলেজে এমন বেশ কিছু ক্লাব বা সংগঠন আছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে এসব ক্লাবকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে বিজ্ঞান ক্লাবও একটি কক্ষ পেয়েছে। তাদের বেশ কিছু ফান্ডিং রয়েছে। জায়েদও একটি ক্লাবের কক্ষের জন্য আবেদন করেছেন। কিন্তু তার ওই ক্লাবের এর আগে কোনো কার্যক্রম না থাকায় তাকে বরাদ্দ দেওয়া হয়নি। কক্ষ বরাদ্দ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটা আসলে ভুল–বোঝাবুঝির কারণে হয়েছে। আমরা দুপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৪ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে