নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক সহকারী নির্বাহী প্রকৌশলী শামসুল হক ও তাঁর স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংস্থাটির উপপরিচালক জেসমিন আক্তার জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ পৃথক দুটি মামলা দায়ের করেন।
দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। মামলায় শামসুল হকের বিরুদ্ধে ৩৯ লাখ ২০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপন রেখে ভোগ দখলের অভিযোগ আনা হয়। অপর মামলায় তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্র জানা যায়, আসামি শামসুল হক ১৯৮৪ সালে রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পদোন্নতি পেয়ে সর্বশেষ সহকারী নির্বাহী প্রকৌশলী হন। ২০১৯ সালের মার্চে শামসুল হক অবসরে যান। এর আগেই দুদকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকালে এই রেল কর্মকর্তা সংস্থাটির কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দেন। তাতে ৩৯ লাখ ২০ হাজার ৭১৯ টাকা মূল্যের সম্পদ মিথ্যা ঘোষণা দিয়ে তা ভোগ দখল করেন বলে দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়। যা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অন্যদিকে শামসুল হকের স্ত্রী শাহীন আক্তারের মামলায় বলা হয়, অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ২০ জুন অনুসন্ধানকারী কর্মকর্তা সম্পদের নোটিশ জারি করেন। নোটিশের জবাবে শাহীন আক্তার ১ কোটি ৬৮ লাখ ৬১ হাজার টাকা মূল্যের সম্পদের ঘোষণা দেন। কিন্তু তার রেকর্ডপত্র যাচাইকালে দেখা যায়, ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া ১ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার ৬৩৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে বেরিয়ে আসে। যা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক সহকারী নির্বাহী প্রকৌশলী শামসুল হক ও তাঁর স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংস্থাটির উপপরিচালক জেসমিন আক্তার জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ পৃথক দুটি মামলা দায়ের করেন।
দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। মামলায় শামসুল হকের বিরুদ্ধে ৩৯ লাখ ২০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপন রেখে ভোগ দখলের অভিযোগ আনা হয়। অপর মামলায় তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্র জানা যায়, আসামি শামসুল হক ১৯৮৪ সালে রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পদোন্নতি পেয়ে সর্বশেষ সহকারী নির্বাহী প্রকৌশলী হন। ২০১৯ সালের মার্চে শামসুল হক অবসরে যান। এর আগেই দুদকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকালে এই রেল কর্মকর্তা সংস্থাটির কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দেন। তাতে ৩৯ লাখ ২০ হাজার ৭১৯ টাকা মূল্যের সম্পদ মিথ্যা ঘোষণা দিয়ে তা ভোগ দখল করেন বলে দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়। যা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অন্যদিকে শামসুল হকের স্ত্রী শাহীন আক্তারের মামলায় বলা হয়, অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ২০ জুন অনুসন্ধানকারী কর্মকর্তা সম্পদের নোটিশ জারি করেন। নোটিশের জবাবে শাহীন আক্তার ১ কোটি ৬৮ লাখ ৬১ হাজার টাকা মূল্যের সম্পদের ঘোষণা দেন। কিন্তু তার রেকর্ডপত্র যাচাইকালে দেখা যায়, ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া ১ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার ৬৩৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে বেরিয়ে আসে। যা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
সাউদার্ন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’’ নামে কোনো বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না, এখনো নেই। কেউ এই নামে সনদ ব্যবহার করলে তা নিশ্চিতভাবে জাল।’
৪ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধান কাটা কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়রা সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়ে
১২ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে যুবক সুজন বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।
১৩ মিনিট আগেভোটাররা হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন। বুথের ভেতরে কোনো মোবাইল, ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। গণমাধ্যমকর্মীরা রিটার্নিং অফিসারের অনুমতিতে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে বুথে ঢোকা বা লাইভ সম্প্রচার করা যাবে না।
১৬ মিনিট আগে