বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সেলিম ওসমান ‘গাঁজার নৌকা’ বলেননি। তাঁর বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। সম্প্রতি জাতীয় পার্টির দলীয় সাংসদ সেলিম ওসমানের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এ দাবি করেছেন বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু।
তিনি বলেন, সেলিম ওসমান গাঁজার নৌকা বলেন নাই। উনি বলেছেন, গাঁজাখোরকে নৌকা দিয়েছে, এই নৌকা তো তালগাছে উঠবে!
আজ শুক্রবার বন্দরের বুরুন্দি ঈদগাহ এলাকায় কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জাপা সমর্থীত প্রার্থী দেলোয়ার প্রধানের উঠান বৈঠকে এ মন্তব্য করেন সানাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন নাসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন।
সানাউল্লাহ সানু বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমিও কলাগাছিয়ার ভোটার। আমরা চাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এর জন্য আমাদের দেলোয়ার প্রধানকে দরকার। আমাদের মাননীয় সংসদ সদস্য নৌকাকে ফেলে দেয় নাই। নৌকা চারটা রাখছে। আমাদের তিনটা লাঙ্গল রাখছে। তাঁদেরকে ওপরে রাখছে কারণ তাঁরা সরকার। কারণ আমরা মহাজোটের অংশ। আমাদের ছাড়া যদি আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে তাহলে দেশ ছেড়ে চলে যাব। আমাদের অবহেলা করবেন না বা ছোট ভাববেন না। আমরা সরকারের অংশীদার। মহাজোটে থেকে বিরোধী দলের ভূমিকা পালন করছি। আজ যদি বিরোধী দল থেকে সরে দাঁড়াই, তাহলে কাল জাতীয় সংসদ নির্বাচন হবে।
সেলিম ওসমানের বক্তব্য ‘বিকৃত’ করা হয়েছে দাবি করে এ জাপা নেতা বলেন, আমাদের সংসদ সদস্য নবীগঞ্জে গার্লস স্কুলের উদ্বোধনের দিন এই কথা বলেন নাই যে, গাঁজার নৌকা তালগাছে। উনি বলেছেন, গাঁজাখোরকে নৌকা দিয়েছে, এই নৌকা তো তালগাছে উঠবে। কিন্তু কীভাবে এটা মডিফাই কইরা সেকেন্ডের মধ্যে ভাইরাল কইরা দিল! মানে আমাগো লগে নৌকার যুদ্ধ লাগাইতে চায়। এটা ঠিক না। আমাদের দুইটা এমপি নারায়ণগঞ্জে। যারা নামাজ পড়েন, ইসলামকে ভালোবাসেন, তাঁরা দেলোয়ারকে লাঙ্গল মার্কায় ভোট দিবেন। আমরা কারও গীবত বা বকাবাজি করতে চাই না।
উল্লেখ্য, গতকাল ২৮ অক্টোবর নবীগঞ্জ গার্লস স্কুলের নবনির্মিত নাসরিন ওসমান ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, ‘আমার সাথে তিন জন মানুষ কাজ করেছেন। একজন মুকুল, আরেকজন আমার বন্ধু প্রয়াত আবু জাহের সাহেব, আরেকজন বিশিষ্ট নেতা উপজেলা চেয়ারম্যান (এমএ রশিদ)। উনি আজ এখানে নেই, উনি কলাগাইচ্ছায় (কলাগাছিয়া ইউনিয়ন) গাঞ্জার নৌকা তালগাছে উঠাইতে গেছেন। উনার বুঝা উচিত, এইটারে (নৌকার প্রার্থী কাজিম উদ্দিন) আজকে চেয়ারম্যান বানালে কয়েকদিন পরেই থাকবে না। কোনো লুটেরাকে চেয়ারম্যান বানায়া আপনার কোনো লাভ হবে না। গাঞ্জার নৌকা কখনও তালগাছ দিয়ে উঠবে না।’
তাঁর এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সেই সমালোচনার বিপরীতে সেলিম ওসমানের পক্ষে সাফাই গাইতে গিয়ে প্রকাশ্যে দেওয়া বক্তব্য অস্বীকার করলেন জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু।
সেলিম ওসমান ‘গাঁজার নৌকা’ বলেননি। তাঁর বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। সম্প্রতি জাতীয় পার্টির দলীয় সাংসদ সেলিম ওসমানের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এ দাবি করেছেন বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু।
তিনি বলেন, সেলিম ওসমান গাঁজার নৌকা বলেন নাই। উনি বলেছেন, গাঁজাখোরকে নৌকা দিয়েছে, এই নৌকা তো তালগাছে উঠবে!
আজ শুক্রবার বন্দরের বুরুন্দি ঈদগাহ এলাকায় কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জাপা সমর্থীত প্রার্থী দেলোয়ার প্রধানের উঠান বৈঠকে এ মন্তব্য করেন সানাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন নাসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন।
সানাউল্লাহ সানু বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমিও কলাগাছিয়ার ভোটার। আমরা চাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এর জন্য আমাদের দেলোয়ার প্রধানকে দরকার। আমাদের মাননীয় সংসদ সদস্য নৌকাকে ফেলে দেয় নাই। নৌকা চারটা রাখছে। আমাদের তিনটা লাঙ্গল রাখছে। তাঁদেরকে ওপরে রাখছে কারণ তাঁরা সরকার। কারণ আমরা মহাজোটের অংশ। আমাদের ছাড়া যদি আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে তাহলে দেশ ছেড়ে চলে যাব। আমাদের অবহেলা করবেন না বা ছোট ভাববেন না। আমরা সরকারের অংশীদার। মহাজোটে থেকে বিরোধী দলের ভূমিকা পালন করছি। আজ যদি বিরোধী দল থেকে সরে দাঁড়াই, তাহলে কাল জাতীয় সংসদ নির্বাচন হবে।
সেলিম ওসমানের বক্তব্য ‘বিকৃত’ করা হয়েছে দাবি করে এ জাপা নেতা বলেন, আমাদের সংসদ সদস্য নবীগঞ্জে গার্লস স্কুলের উদ্বোধনের দিন এই কথা বলেন নাই যে, গাঁজার নৌকা তালগাছে। উনি বলেছেন, গাঁজাখোরকে নৌকা দিয়েছে, এই নৌকা তো তালগাছে উঠবে। কিন্তু কীভাবে এটা মডিফাই কইরা সেকেন্ডের মধ্যে ভাইরাল কইরা দিল! মানে আমাগো লগে নৌকার যুদ্ধ লাগাইতে চায়। এটা ঠিক না। আমাদের দুইটা এমপি নারায়ণগঞ্জে। যারা নামাজ পড়েন, ইসলামকে ভালোবাসেন, তাঁরা দেলোয়ারকে লাঙ্গল মার্কায় ভোট দিবেন। আমরা কারও গীবত বা বকাবাজি করতে চাই না।
উল্লেখ্য, গতকাল ২৮ অক্টোবর নবীগঞ্জ গার্লস স্কুলের নবনির্মিত নাসরিন ওসমান ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, ‘আমার সাথে তিন জন মানুষ কাজ করেছেন। একজন মুকুল, আরেকজন আমার বন্ধু প্রয়াত আবু জাহের সাহেব, আরেকজন বিশিষ্ট নেতা উপজেলা চেয়ারম্যান (এমএ রশিদ)। উনি আজ এখানে নেই, উনি কলাগাইচ্ছায় (কলাগাছিয়া ইউনিয়ন) গাঞ্জার নৌকা তালগাছে উঠাইতে গেছেন। উনার বুঝা উচিত, এইটারে (নৌকার প্রার্থী কাজিম উদ্দিন) আজকে চেয়ারম্যান বানালে কয়েকদিন পরেই থাকবে না। কোনো লুটেরাকে চেয়ারম্যান বানায়া আপনার কোনো লাভ হবে না। গাঞ্জার নৌকা কখনও তালগাছ দিয়ে উঠবে না।’
তাঁর এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সেই সমালোচনার বিপরীতে সেলিম ওসমানের পক্ষে সাফাই গাইতে গিয়ে প্রকাশ্যে দেওয়া বক্তব্য অস্বীকার করলেন জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু।
গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দ্রাবাদ এলাকায় এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গতকাল রোববার গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
৫ মিনিট আগেহবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলমকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ জামিন দেন।
১৪ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রায় সাত লাখ টাকার একটি প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পটি বাস্তবায়ন কমিটির সভাপতি দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী আসনের সদস্য (মেম্বার) রুপালী খাতুন। তিনিই রাস্তা নির্মাণকাজে হরিলুট শুরু করেছিলেন বলে
১৭ মিনিট আগে