Ajker Patrika

আমরা পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা রাখি: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
আমরা পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা রাখি: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগ এ দেশের জনগণের শক্তি দিয়েই পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা রাখে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগের শক্তি জনগণ। আওয়ামী লীগের শক্তি আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের লন্ডনে নয়। আমরা জনগণের এই শক্তি দিয়েই পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা রাখি।’ 

বিএনপির বর্তমান আন্দোলনকে ইঙ্গিত করে মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি নিজের কবর নিজেই খুঁড়েছে। ১৪ বছরের আন্দোলনে সেই কবর থেকে পা এখনো ওঠাতে পারেনি। বিএনপি এখন ভয় দেখাচ্ছে। এই ভয় আর আতঙ্ক যেন আমাদের গ্রাস করতে না পারে। আমরা তাদের মোকাবিলা করব।’

তৃণমূলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রাজপথে আন্দোলন করব। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব। নির্বাচনও করব।’ 

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু, উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি আব্দুল গফুর মন্টু, জেলা নেতা মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত