নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সবক’টি ফটকেই তালা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই সকল প্রবেশপথে তালা দেওয়া হয়। ফলে আজ শনিবার নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। প্রধান ফটকে তালা দেওয়ায় সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও ভেতরে প্রবেশ করতে পারছে না।
বিকেল সাড়ে ৩টার দিকে, ফারদীন হাসান নামে একজন প্রত্যয়নপত্র নিতে আসেন নাজিম উদ্দিন রোড থেকে। সেবা কার্যক্রম বন্ধ হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়েছে।
মো. সালাম নামে নগর ভবনের লিফট অপারেটর বলেন, ‘সকালে এসেছি। অফিস বন্ধ হওয়ায় বাইরেই বসে আছি। বিকেল ৫টা পর্যন্ত ডিউটি টাইম। পাঁচটা বাজলে চলে যাব।’
খিলগাঁও থেকে থেকে এসেছেন সেবাপ্রার্থী জহির উদ্দিন। তিনি বলেন, ‘একটা সনদ নিতে এসেছি। এসে দেখি সব বন্ধ। কবে আসব—জিজ্ঞেস করেছি নিরাপত্তা কর্মীদের। তাঁরা বলতে পারছে না কবে থেকে খুলবে অফিস।’
এর আগে, আজ শনিবার সকালের দিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে তাঁর সমর্থকেরা। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়।
নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। এ সময় তারা আরও জানান, আগামীকাল রোববারও তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।
এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা বেলা ২টার দিকে আন্দোলনস্থল ত্যাগ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সবক’টি ফটকেই তালা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই সকল প্রবেশপথে তালা দেওয়া হয়। ফলে আজ শনিবার নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। প্রধান ফটকে তালা দেওয়ায় সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও ভেতরে প্রবেশ করতে পারছে না।
বিকেল সাড়ে ৩টার দিকে, ফারদীন হাসান নামে একজন প্রত্যয়নপত্র নিতে আসেন নাজিম উদ্দিন রোড থেকে। সেবা কার্যক্রম বন্ধ হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়েছে।
মো. সালাম নামে নগর ভবনের লিফট অপারেটর বলেন, ‘সকালে এসেছি। অফিস বন্ধ হওয়ায় বাইরেই বসে আছি। বিকেল ৫টা পর্যন্ত ডিউটি টাইম। পাঁচটা বাজলে চলে যাব।’
খিলগাঁও থেকে থেকে এসেছেন সেবাপ্রার্থী জহির উদ্দিন। তিনি বলেন, ‘একটা সনদ নিতে এসেছি। এসে দেখি সব বন্ধ। কবে আসব—জিজ্ঞেস করেছি নিরাপত্তা কর্মীদের। তাঁরা বলতে পারছে না কবে থেকে খুলবে অফিস।’
এর আগে, আজ শনিবার সকালের দিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে তাঁর সমর্থকেরা। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়।
নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। এ সময় তারা আরও জানান, আগামীকাল রোববারও তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।
এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা বেলা ২টার দিকে আন্দোলনস্থল ত্যাগ করেন।
অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢুকছিলেন নারী-পুরুষ-শিশুসহ ১৭ জন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের সদস্যরা। ঘটনাটি ঘটে আজ শনিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরের রামপুর সীমান্তে ৩৪৮/২-এস মেইন পিলারের কাছে।
১৬ মিনিট আগেরাজশাহীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন (রুয়েট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডী উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে...
৩০ মিনিট আগেযেসব ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে রয়েছেন, তাঁদের ভারতের মতো পুশব্যাক করা হবে না। তাঁদের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট...
৩৪ মিনিট আগেসিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ৭০৬তম ওরস মোবারক শুরু হচ্ছে আগামীকাল রোববার। দুই দিনব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। প্রতিবছর হিজরি জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ ওরস অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।
৪৪ মিনিট আগে