Ajker Patrika

অবৈধ ভারতীয়দের পুশব্যাক নয়, নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
সাতক্ষীরায় বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

যেসব ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে রয়েছেন, তাঁদের ভারতের মতো পুশব্যাক করা হবে না। তাঁদের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানির দায়িত্বপূর্ণ জলসীমান্তের সুরক্ষায় বাংলাদেশ-ভারত সীমন্তবর্তী রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে ভাসমান বিওপিটি চালু করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাঁদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। ভারতের কাছে চিঠিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, পুশ ইন না করে প্রপার চ্যানেলে পাঠাতে।’

ভারতের পুশ ইনকে উসকানি হিসেবে দেখছেন না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের পুশব্যাকের চিন্তা নেই। তাঁদের প্রপার চ্যানেলে পাঠানো হবে।’

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘যেখানেই পুশ ইনের চেষ্টা হচ্ছে, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হচ্ছে।’

পুশ ইন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘পুশ ইনের ফলে জঙ্গি-সন্ত্রাসীদের দেশে ঢুকে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এরা যাতে ঢুকতে না পারে সে প্রত্যাশা করব।’

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারতের ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৮০ কিলোমিটার নদীঘেরা। এর মধ্যে প্রায় ৭৯ কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত। সুন্দরবনের গহিন অরণ্যের দুর্গম এই জলসীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত কষ্টসাধ্য। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি একটি স্থল বিওপি, দুটি ভাসমান বিওপি, একটি জাহাজ ও কিছুসংখ্যক জলযানের মাধ্যমে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে।

এখানে কৈখালী বিওপি ও কাঁচিকাটা ভাসমান বিওপির মধ্যকার দূরত্ব ৩০ কিলোমিটারেরও বেশি। ফলে মধ্যবর্তী বয়েসিং নামক স্থানে আরেকটি ভাসমান বিওপি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় তা স্থাপন করা হয়েছে। এতে দুজন অফিসারের নেতৃত্বে ৩৫ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে রায়মঙ্গল নদী ও বয়েসিং খাল দিয়ে নারী ও শিশু পাচার, মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে বিদেশি জাহাজ চলাচলসহ সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে কড়া নজরদারি করা হবে।

অনুষ্ঠানে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত