শরীয়তপুর প্রতিনিধি
দুই বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে থাকার পর অবশেষে দুই ভারতীয় নাগরিকের লাশের সৎকার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারাগার কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছরের অধিক সময় ধরে লাশ দুটি মর্গে সংরক্ষণে সরকারের প্রায় ২৪ লাখ টাকা খরচ হয়েছে। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন।
ওই দুই ভারতীয় নাগরিক হলেন সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। তাঁদের মধ্যে সত্যেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। আর বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।
শরীয়তপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. একরামুল হক বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ২০২২ সালের ১৮ মে বাবুল সিং এবং ওই বছরের ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর শরীয়তপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার এবং ১৫ এপ্রিল বাবুল সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর থেকে মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকের পর তাঁদের সিদ্ধান্তক্রমে কারা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৎকারের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কারা কর্তৃপক্ষ, প্রশাসনিক পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
দুই বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে থাকার পর অবশেষে দুই ভারতীয় নাগরিকের লাশের সৎকার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারাগার কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছরের অধিক সময় ধরে লাশ দুটি মর্গে সংরক্ষণে সরকারের প্রায় ২৪ লাখ টাকা খরচ হয়েছে। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন।
ওই দুই ভারতীয় নাগরিক হলেন সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। তাঁদের মধ্যে সত্যেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। আর বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।
শরীয়তপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. একরামুল হক বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ২০২২ সালের ১৮ মে বাবুল সিং এবং ওই বছরের ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর শরীয়তপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার এবং ১৫ এপ্রিল বাবুল সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর থেকে মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকের পর তাঁদের সিদ্ধান্তক্রমে কারা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৎকারের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কারা কর্তৃপক্ষ, প্রশাসনিক পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট খুন হওয়ার খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করেছে কিছু লোক। আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে লোকজনের মধ্যে তাঁরা এ মিষ্টি বিতরণ করেন।
৮ মিনিট আগেউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
১৩ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে তাঁর লাশ মিলেছে। জীবননগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
১৪ মিনিট আগেরাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
২৫ মিনিট আগে