সাভার (ঢাকা) প্রতিনিধি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সরকার সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের পর আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। পরে ওই কারখানাগুলোয় ছুটি ঘোষণা করা হয়। পরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে শ্রমিকেরা জড়ো হলে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ বুধবার সকালে আশুলিয়ায় শ্রমিকেরা কারখানায় যান এবং অধিকাংশ কারখানায় কাজ শুরু হয়। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকেন। এসব কারখানার মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকেরা নিজে থেকেই বের হয়ে যান এবং কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আশুলিয়ার জামগড়া এলাকার পোশাকশ্রমিক সাগর আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন বাড়াতে হবে। এই বেতনে আমরা কাজ করব না। যদি বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, আমরা কাজ করব—নইলে আমরা কাজ করব না। সকাল থেকে আমরা বসে ছিলাম কোনো কাজ করি নাই।’
ফরিদ নামে আরেক শ্রমিক বলেন, ‘আমাদের দাবি হেলপারের বেতন বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করেছে। আমি অপারেটর পদে চাকরি করি, আমার বেতন কত বাড়ল জানি না। বসেছিলাম, কাজ ধরি নাই।’
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় সকালে শ্রমিকেরা এলেও অধিকাংশ ফ্লোরে কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে কিছু শ্রমিক বাইরে বের হয়ে কারখানা চত্বরে জড়ো হলে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। পরে শ্রমিকেরা কারখানা থেকে চলে যান। এর কিছুক্ষণ পর ওই এলাকায় শ্রমিকেরা কারখানার সামনের আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে নরসিংহপুর এলাকার বিভিন্ন স্থানে আবারও জড়ো হতে থাকেন শ্রমিকেরা। পুলিশ আবার তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, ‘শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দেন। কিছু কিছু কারখানা ছুটি দেওয়া হলে শ্রমিকেরা বের হয়ে যান। কিছু শ্রমিক সড়কে জড়ো হতে চাইলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ১০-১৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।’
এদিকে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আশুলিয়ার শ্রমিক সংগঠনগুলো। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিনন্দন জানানোর এ আয়োজন করা হয়। এ সময় সাভার-আশুলিয়ার বেশ কিছু শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
পোশাকশ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ‘ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে শ্রমিকদের জীবনমান ব্যয় কমাতে রেশন সুবিধা দিতে হবে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমরা রেশনের দাবি জানিয়েছি। আমরা আহ্বান করছি, যেন বাড়ি ভাড়া আইন কার্যকর করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করা হয়।’
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সরকার সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের পর আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। পরে ওই কারখানাগুলোয় ছুটি ঘোষণা করা হয়। পরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে শ্রমিকেরা জড়ো হলে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ বুধবার সকালে আশুলিয়ায় শ্রমিকেরা কারখানায় যান এবং অধিকাংশ কারখানায় কাজ শুরু হয়। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকেন। এসব কারখানার মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকেরা নিজে থেকেই বের হয়ে যান এবং কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আশুলিয়ার জামগড়া এলাকার পোশাকশ্রমিক সাগর আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন বাড়াতে হবে। এই বেতনে আমরা কাজ করব না। যদি বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, আমরা কাজ করব—নইলে আমরা কাজ করব না। সকাল থেকে আমরা বসে ছিলাম কোনো কাজ করি নাই।’
ফরিদ নামে আরেক শ্রমিক বলেন, ‘আমাদের দাবি হেলপারের বেতন বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করেছে। আমি অপারেটর পদে চাকরি করি, আমার বেতন কত বাড়ল জানি না। বসেছিলাম, কাজ ধরি নাই।’
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় সকালে শ্রমিকেরা এলেও অধিকাংশ ফ্লোরে কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে কিছু শ্রমিক বাইরে বের হয়ে কারখানা চত্বরে জড়ো হলে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। পরে শ্রমিকেরা কারখানা থেকে চলে যান। এর কিছুক্ষণ পর ওই এলাকায় শ্রমিকেরা কারখানার সামনের আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে নরসিংহপুর এলাকার বিভিন্ন স্থানে আবারও জড়ো হতে থাকেন শ্রমিকেরা। পুলিশ আবার তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, ‘শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দেন। কিছু কিছু কারখানা ছুটি দেওয়া হলে শ্রমিকেরা বের হয়ে যান। কিছু শ্রমিক সড়কে জড়ো হতে চাইলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ১০-১৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।’
এদিকে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আশুলিয়ার শ্রমিক সংগঠনগুলো। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিনন্দন জানানোর এ আয়োজন করা হয়। এ সময় সাভার-আশুলিয়ার বেশ কিছু শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
পোশাকশ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ‘ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে শ্রমিকদের জীবনমান ব্যয় কমাতে রেশন সুবিধা দিতে হবে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমরা রেশনের দাবি জানিয়েছি। আমরা আহ্বান করছি, যেন বাড়ি ভাড়া আইন কার্যকর করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করা হয়।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে