Ajker Patrika

যমুনায় বালু উত্তোলনের অভিযোগে আটক ১৮, ৩ ড্রেজার জব্দ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
যমুনায় বালু উত্তোলনের অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
যমুনায় বালু উত্তোলনের অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটুরিয়া ও দাশকান্দি এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে তিনটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের ঘিওরের মোশারফ হোসেন (৪৪), টাঙ্গাইলের নাগরপুরের মো. রুবেল মন্ডল (২৯), মো. আবুল কালাম (৩৬), মো. রনি (২২); রাজবাড়ীর টিটু মন্ডল (৩৩), মো. আইয়ুব শেখ (২৬); নারায়ণগঞ্জের মো. বিপ্লব হোসেন (৪১), রিয়াজুল ইসলাম (২৮); মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. রনি (২৬), মহিদুর রহমান (২১), মো. সানি (২৭), পলাশ শেখ (২৮), শরিফুল খান (২৩), মুন্নু শেখ (২৮); পটুয়াখালীর গলাচিপা এলাকার নুরুজ্জামান (৩৫), ভোলার মো. হোসেন (২৩), আ. রহিম (৫২) ও টাঙ্গাইলের মির্জাপুর এলাকার সুজন চক্রবর্তী (৪৮)। জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ড্রেজারগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও নদীরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত