Ajker Patrika

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরে নিহত দুই যুবক। ছবি: সংগৃহীত
রংপুরে নিহত দুই যুবক। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলেরঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবিরমাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্র (২৭) ও একই উপজেলার মাস্টারপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার জানান, সঞ্জয় ও বেলাল রংপুর শহরে ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাত সোয়া ১টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী শাহ আলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান একজন। আরেকজন বাসের নিচে আটকে গেলে তাঁকে কিছু দূর টেনেহিঁচড়ে নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। সেখানে ওই ব্যক্তির মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানবাহন কম ছিল। বাসটি বেপরোয়া গতিতে আসার কারণে দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। তবে বাসটি রাস্তার পাশে পড়ে গেলেও অল্পের জন্য এর যাত্রীরা রক্ষা পেয়েছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। বাসটি আটক করা হয়েছে। আজ সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত