নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনানীর কাকলিতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে বনানীসহ আশাপাশের এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পোশাক কারখানায় ছড়িয়ে পরলে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রমিকরা সেখানে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে শ্রমিকের লাশ নিয়েও তাঁরা মিছিল করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা প্রায় অচল হয়ে পরে।
পরে পুলিশ ওই গাড়ির চালক ও গাড়ি শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলে পোশাক শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের আলোচনার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অভিযুক্ত গাড়ি চালক ও গাড়ি শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
রাজধানীর বনানীর কাকলিতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে বনানীসহ আশাপাশের এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পোশাক কারখানায় ছড়িয়ে পরলে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রমিকরা সেখানে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে শ্রমিকের লাশ নিয়েও তাঁরা মিছিল করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা প্রায় অচল হয়ে পরে।
পরে পুলিশ ওই গাড়ির চালক ও গাড়ি শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলে পোশাক শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের আলোচনার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অভিযুক্ত গাড়ি চালক ও গাড়ি শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ জরিমানা করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা এসব তথ্য নিশ্চিত করে জানান..
১৩ মিনিট আগেবেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৬ মিনিট আগেঅটোরিকশা চুরি করতে গিয়ে আটক রিফাত বিন সাজ্জাদ (২৩) এক যুবককে জিজ্ঞাসাবাদে নৃশংস হত্যাকাণ্ডের তথ্য পেয়েছে পুলিশ। রিফাত জানিয়েছেন, তিনি এক কিশোরীকে ধর্ষণ করে একপর্যায়ে তাকে মাথায় ইট দিয়ে আহত করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে...
২০ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও পাঁচটি পেট্রলবোমা জব্দ করেছে পুলিশ।
২৭ মিনিট আগে