Ajker Patrika

দক্ষতা উন্নয়নে কর্মশালা করবে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ

দক্ষতা উন্নয়নে কর্মশালা করবে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ

দেশের শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া যৌথভাবে ‘মার্কেটিং ইন ডিজিটাল এইজ’ শীর্ষক একটি দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

আগ্রহীরা বিনামূল্যে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। কর্মশালাটি পরিচালনা করবেন মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্কুল অব বিজনেসের মার্কেটিং বিভাগের প্রভাষক ড. স্টেফানি চেয়াহ। 

শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের একমাত্র আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান ইউসিবি। এটি বাংলাদেশের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন সুযোগ প্রদান করছে। এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহায়তার মাধ্যমে তাদের ক্যারিয়ার শুরু করতে সক্ষম করে তুলছে। 

তরুণদের দক্ষতা বৃদ্ধি ও পোর্টফোলিও সমৃদ্ধ করতে এই কর্মশালায় ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক বিষয়সমূহ, বিগত কয়েক বছরে ডিজিটাল মার্কেটিংয়ের প্রবৃদ্ধি, বর্তমানে এটি কীভাবে আমাদের বেশির ভাগ ডিজিটাল অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত এবং কীভাবে ডিজিটাল মার্কেটিং টুলগুলো কার্যকর উপায়ে ব্যবহার করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হবে। 

ড. স্টেফানি চেয়াহ এমন একজন স্কলার, যিনি ডিজিটাল মার্কেটিংয়ের ফলে শিল্প খাতে ঘটা পরিবর্তন বেশ কাছ থেকে দেখেছেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের মার্কেটিং বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত সহজ উপায়ে এই জটিল বিষয়টি তুলে ধরতে চান।

তিনি মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে মার্কেটিংয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যান্ড কমার্স (সম্মান) ডিগ্রি এবং ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিংয়ে পিএইচডি অর্জন করেছেন এবং তার গবেষণাক্ষেত্র হচ্ছে বিজনেস মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক এবং সাস্টেইনেবিলিটি, বিশেষ করে নবায়নযোগ্য শক্তি খাত।

এসটিএস গ্রুপ বাংলাদেশের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়নণ বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল এই ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমে মার্কেটিং ও যোগাযোগের ধারা সম্পর্কে প্রত্যেক মানুষেরই কিছু প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। আমরা প্রতিনিয়ত ডিজিটাল কনটেন্টের দিকে ঝুঁকছি, আর ভোক্তা, বিশেষ করে তরুণদের তাদের নিজেদের প্রয়োজনেই এর মার্কেটিংয়ের দিকগুলো ভালোভাবে জানতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের ডিজিটাল যুগে মার্কেটিং সম্পর্কে আরও ভালো ধারণা পেতে সহায়তা করার লক্ষ্যে ড. স্টেফানি চেয়াহকে যুক্ত করতে পেরে ইউসিবি অত্যন্ত আনন্দিত। এই কর্মশালায় নিবন্ধন করতে আমি সকলকে উৎসাহিত করছি। এতে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে এবং এটি নিঃসন্দেহে অংশগ্রহণকারীদের ক্যারিয়ার সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে নতুন বিষয় যুক্ত করবে।’ 

অংশগ্রহণকারীরা মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ থেকে অংশগ্রহণের সার্টিফিকেট পাবেন। কর্মশালাটিকে আরও অংশগ্রহণমূলক এবং সফল করার জন্য মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনও থাকবে। এ ছাড়া কোনো অংশগ্রহণকারী সশরীরে যোগ দিতে না পারলে ই-মেইলের মাধ্যমে তাঁকে সেশনের একটি রেকর্ডকৃত কপি পাঠানো হবে। এই লিংকে গিয়ে সাইন আপ করার মাধ্যমে কর্মশালায় অংশ নেওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত