Ajker Patrika

গুলশান শপিং সেন্টার ভাঙার রায় বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০: ০৭
গুলশান শপিং সেন্টার ভাঙার রায় বহাল

রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলা হবে। এটি ভাঙার রায় গতকাল সোমবার বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

গত বছর গুলশান শপিং সেন্টারের ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরে ভবনটির সিলগালা খুলে ভাঙার অনুমতি চেয়ে ডিএনসিসিতে আবেদন করে বাণী চিত্র লিমিটেড ও চলচ্চিত্র লিমিটেডের নিযুক্ত আমমোক্তার শান্তা হোল্ডিংস লিমিটেড। অনুমতি না পেয়ে শান্তা হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাবিবুল বাসিত হাইকোর্টে রিট করেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুল নিষ্পত্তি করে রায়ে শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ভবনটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। এতে ডিএনসিসিকে সহযোগিতা করতে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বাণী চিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র লিমিটেডের পরিচালক জিয়া ইয়ামীন। চেম্বার আদালত ওই আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। শুনানি শেষে গতকাল তা খারিজ করেন আপিল বিভাগ। 

বাণী চিত্র ও চলচ্চিত্রের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। শান্তা হোল্ডিংসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। জিয়া ইয়ামীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মুস্তাফিজুর রহমান খান। 

আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ পরে আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ৩০ দিনের মধ্যে ভবনটি ভাঙতে নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে জিয়া ইয়ামীনের করা লিভ টু আপিল গতকাল আপিল বিভাগ খারিজ করায় ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত