Ajker Patrika

গুচ্ছের ফাঁকা আসন পূরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুচ্ছের ফাঁকা আসন পূরণের দাবিতে মানববন্ধন

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ফাঁকা আসন পূরণ করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ২০২০-২১ শিক্ষাবর্ষে ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করেন তারা। 

শিক্ষার্থীদের দাবি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আসন থাকা সত্ত্বেও ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তাদের অপেক্ষমাণ সিরিয়াল খুব কাছাকাছি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারছেন না। 

নাঈম ইসলাম নামে ভুক্তভোগী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, অপেক্ষমাণ সিরিয়ালে সে খুবই কাছাকাছি ছিল। কিন্তু অল্পের জন্য তার বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার অনুযায়ী যতগুলো সিটসংখ্যা আছে সেগুলো পূরণ করার নোটিশ দিলেই আমার বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন পূরণ হবে। আর এই দাবি আমার অধিকার। এত দিনে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় ভর্তি চালু, ফাঁকা আসন পূরণ না করায় আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা শিগগিরই পুনরায় ভর্তি চালু ও ফাঁকা আসন পূরণের দাবি জানাচ্ছি।
 
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী শফিকুল ইসলাম শুভ বলেন, আমরা আমাদের সঠিক দাবি নিয়ে আজ এখানে এসেছি। এ দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমরা আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। এ সময় মানববন্ধন শেষে দাবি দাওয়া নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত