নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কাওয়ালি গানের আসরে হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তসাপেক্ষে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ দাবি জানায়।
বিবৃতিতে আসক জানায়, ঢাবির টিএসসিতে ১২ জানুয়ারি কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত কাওয়ালি গানের আয়োজনে হামলা চালানো হয়। আসক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
গণমাধ্যমের বরাত দিয়ে আসক জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসির সঞ্জীব চত্বরে কাওয়ালি গানের আয়োজনে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও তাঁর অনুসারীরা। তাঁর উপস্থিতিতে মঞ্চ ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে আহত হয়েছে ১৫ জন। আয়োজকেরা গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানের শুরু থেকেই ছাত্রলীগের পক্ষ থেকে তারা বাধাপ্রাপ্ত হয়ে আসছিল। যদিও সাদ্দাম হোসেন অভিযোগ অস্বীকার করে এগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে আসক আরও জানায়, কাওয়ালি এ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি সংগীত, যার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। টিএসসির মতো একটি জায়গায় এ ধরনের আয়োজনে হামলা চালানোর ঘটনা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। আসক বিশ্বাস করে, এ হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যকীয়, অন্যথায় এ রকম বেপরোয়া আচরণ অব্যাহত থাকবে। আসক কর্তৃপক্ষের কাছে দ্রুততার সঙ্গে এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো—তা জনসম্মুখে প্রকাশের দাবি জানাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কাওয়ালি গানের আসরে হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তসাপেক্ষে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ দাবি জানায়।
বিবৃতিতে আসক জানায়, ঢাবির টিএসসিতে ১২ জানুয়ারি কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত কাওয়ালি গানের আয়োজনে হামলা চালানো হয়। আসক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
গণমাধ্যমের বরাত দিয়ে আসক জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসির সঞ্জীব চত্বরে কাওয়ালি গানের আয়োজনে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও তাঁর অনুসারীরা। তাঁর উপস্থিতিতে মঞ্চ ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে আহত হয়েছে ১৫ জন। আয়োজকেরা গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানের শুরু থেকেই ছাত্রলীগের পক্ষ থেকে তারা বাধাপ্রাপ্ত হয়ে আসছিল। যদিও সাদ্দাম হোসেন অভিযোগ অস্বীকার করে এগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে আসক আরও জানায়, কাওয়ালি এ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি সংগীত, যার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। টিএসসির মতো একটি জায়গায় এ ধরনের আয়োজনে হামলা চালানোর ঘটনা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। আসক বিশ্বাস করে, এ হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যকীয়, অন্যথায় এ রকম বেপরোয়া আচরণ অব্যাহত থাকবে। আসক কর্তৃপক্ষের কাছে দ্রুততার সঙ্গে এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো—তা জনসম্মুখে প্রকাশের দাবি জানাচ্ছে।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে মহিরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
৭ মিনিট আগেআজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
২২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
২৯ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
১ ঘণ্টা আগে