Ajker Patrika

গোয়েন্দা জালে হেনোলাক্স গ্রুপের এমডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৮: ৪৬
গোয়েন্দা জালে হেনোলাক্স গ্রুপের এমডি

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় মামলার পরপরই হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিনকে হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। আজকালের মধ্যে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানানো হবে বলে বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। 

এর আগে এই ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কর্মকর্তা (ডিসি) শাহেন শাহ মাহমুদ। তিনি বলেন, ‘মামলার পর তদন্ত শুরু হয়েছে। আমরা আসামিকে গ্রেপ্তারে কাজ শুরু করেছি।’ 

অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, ব্যবসায়ীর আত্মহত্যার পেছনে দায়ী ও নিহত ব্যক্তির কোটি টাকা আত্মসাৎকারী নুরুল আমিনকে মামলার পরপরই হেফাজতে নিয়েছে একটি বিশেষ সংস্থা। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গণমাধ্যমের সামনে আনা হতে পারে। 

গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ব্যাডমিন্টন কোর্টে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিস। আজ মঙ্গলবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত