Ajker Patrika

ট্রেন দুর্ঘটনা: মায়ের মৃত্যুর এক দিন পর ছেলের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৫
ট্রেন দুর্ঘটনা: মায়ের মৃত্যুর এক দিন পর ছেলের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন দুর্ঘটনায় মায়ের মৃত্যুর এক দিন পর দেড় বছর বয়সী শিশু তাওহীদ মারা গেছে। আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান পিয়ারা বেগম (৩৫)। এ নিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ। শিশু তাওহীদ উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

গত বুধবার দুপুরে ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাওহীদের মাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এতে ট্রেন দুর্ঘটনায় মারা যান পাঁচজন। নিহতরা সবাই ফলদা ইউনিয়নের বাসিন্দা।

উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার ঢেপাকান্দি এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাওহীদের মাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় শিশু তাওহীদসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাওহীদ ও পিয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত