Ajker Patrika

কোটালীপাড়ায় বেকারির কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৫১
Thumbnail image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারির কারখানা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই শ্রমিকের নাম বাচ্চু মোল্লা। তিনি ওই গ্রামের জহর মোল্লার ছেলে।

বাচ্চু মোল্লার স্ত্রী সম্পা বেগম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি ফোন পেয়ে আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। পরে আজ সকালে খবর আসে বিসমিল্লাহ বেকারির মধ্যে তাঁর লাশ পড়ে আছে।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামীর মাঝবাড়ি গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়া ছিল। ওই নারীর স্বামী আমারকে স্বামী হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।’ 

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। প্রতিবেদন পাওয়ার পরেই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত