Ajker Patrika

বিএনপির কেন্দ্রীয় নেতা আজাদসহ ১০ জন কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৩, ১৮: ৫১
বিএনপির কেন্দ্রীয় নেতা আজাদসহ ১০ জন কারাগারে

নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নির্দেশ দেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়ের করা একটি নাশকতার মামলায় জামিন আবেদন করলে এই আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান।

কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ ব্যতীত বাকি নেতা কর্মীরা হলেন–আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ, সাতগ্রাম ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন আতাউর, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব রিপন, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রনি মিয়া, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আলী হোসেন, ইমরান হোসেন, আসাদুজ্জামান আসাদ।

আইনজীবী সাখাওয়াত হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আড়াইহাজারে দায়ের করা নাশকতার মামলায় আজাদসহ ১০ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত