নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগদ অর্থ ছাড়াই এবার ডিজিটাল পেমেন্টের মাধ্যমে রাজধানীর আটটি কোরবানির হাট থেকে পছন্দের পশু কেনা যাবে। এ লক্ষ্যে দেশের ১০ হাজার পশু খামারিকে ডিজিটাল ব্যাংকিং হিসাবের আওতায় আনা হয়েছে।
আজ সোমবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট-ডিজিটাল পেমেন্টের শুভ সূচনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এই ডিজিটাল পেমেন্ট সেবা বাস্তবায়ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, উত্তর সিটিকে আমরা ক্যাশলেস সিটি করপোরেশন করার লক্ষ্যে কাজ করছি। মার্কেটগুলোকে ক্যাশলেস করার জন্য যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা দেব।
মেয়র জানান, নগদ অর্থ ছাড়াই লেনদেন নিশ্চিত করতে উত্তরের আটটি কোরবানির হাটকে এবার ডিজিটাল পেমেন্টের আওতায় আনা হয়েছে। এই হাটগুলো হলো উত্তরা দিয়াবাড়ি হাট, ভাটারা (সাইদ নগর) হাট, কাওলা শিয়াল ডাঙ্গা হাট, আফতাবনগর হাট, মোহাম্মদপুর বছিলা হাট, মিরপুর গাবতলী গবাদিপশুর হাট, মিরপুর সেকশন-৬ হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হাট।
মেয়র আতিক কোরবানির আট ঘণ্টার মধ্যে ময়লা বর্জ্য অপসারণ করা হবে বলে জানান। এ জন্য তিনি সবাইকে প্রথম দুই দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানান। মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সবার ছুটি বাতিল করেছি। উত্তর সিটির ১১ হাজার কর্মী ঈদের দিন মাঠে থাকবে। আট ঘণ্টার মধ্যে ঢাকা উত্তরকে পরিষ্কার করব। আমি নিজেও থাকব। পরিবেশবান্ধব ৯ লাখ পলিব্যাগ করেছি, সেগুলো ছয় মাসের মধ্যে ডিজপোজ হয়ে যাবে। প্রতিটি পলিব্যাগে ৩৫ কেজি বর্জ্য ধরবে। সবাইকে ব্যাগ দেওয়া হবে। আশা করি, সবাই ময়লা ফেলতেই ব্যাগগুলো ব্যবহার করবেন। কেউ এগুলোতে করে ফ্রিজে মাংস রাখবেন না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কুরবানির পশু হাটে ডিজিটাল লেনদেন চালুকরণ এবং প্রান্তিক পশু বিক্রেতাদের ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০২২ সালে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল পেমেন্ট উদ্যোগের পাইলট কার্যক্রম গ্রহণ করে। সে সময় কোরবানির হাটে ৩৩ কোটি টাকা ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দেড় শ কোটি টাকা। ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতাধীন এই কার্যক্রমটিতে ২৬টি জেলার পশু বিক্রেতাদের ব্যক্তিক রিটেইল হিসাব খোলার বিষয়ে সচেতন করা হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সার্বিক সহায়তায় তৃণমূল পর্যায়ে পশু বিক্রেতাদের আর্থিক পরিষেবার আওতায় আনতে এবং সাধারণ ক্রেতাদের সব পর্যায়ে ডিজিটাল লেনদেনের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কোরবানির পশুহাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন (বিশেষত Bangla QR) প্রসারের এই কার্যক্রম গ্রহণ করেছে। এই কার্যক্রমের সহ-উদ্যোক্তা হিসেবে রয়েছে
১০টি ব্যাংক (এবি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি), তিনটি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম (এমেক্স, মাস্টারকার্ড ও ভিসা), চারটি এমএফএস প্রোভাইডার (বিকাশ, নগদ, উপায় ও এমক্যাশ) সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ ঢাকা উত্তরের আটটি হাটে ডিজিটাল বুথ স্থাপন করে অর্থ তাৎক্ষণিকভাবে ক্রেতার হিসাব থেকে বিক্রেতার হিসাবে পৌঁছে দেবে।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, ডিজিটাল লেনদেনের ফলে নগদ অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাস পাওয়ার পাশাপাশি লেনদেনকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট বা রেকর্ড সৃষ্টি হবে। সৃষ্ট রেকর্ড পশু বিক্রেতাদেরকে ভবিষ্যতে সহজ শর্তে ঋণপ্রাপ্তিসহ বিভিন্ন সেবা ও সহায়তা গ্রহণের জন্য সহায়তা করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, এবার কোরবানির জন্য ১ কোটি ২৫ লাখ পশু প্রস্তুত আছে। আর চাহিদা ১ কোটি ৩ লাখ। তাই দেশের বাইরে থেকে চোরাই পথে পশু যেন না আসে, সে বিষয়ে সতর্কতা জারি হয়েছে। এবার ৭২ হাজার খামারিকে পশু মোটা-তাজা করার কুফল সম্পর্কে স্থানীয় প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ কোরবানির হাটে পশু অসুস্থ হয়ে গেলে সেবা দিতে প্রতিটি হাটে একজন ভেটেরিনারি অফিসার থাকবে বলেও জানান তিনি।
নগদ অর্থ ছাড়াই এবার ডিজিটাল পেমেন্টের মাধ্যমে রাজধানীর আটটি কোরবানির হাট থেকে পছন্দের পশু কেনা যাবে। এ লক্ষ্যে দেশের ১০ হাজার পশু খামারিকে ডিজিটাল ব্যাংকিং হিসাবের আওতায় আনা হয়েছে।
আজ সোমবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট-ডিজিটাল পেমেন্টের শুভ সূচনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এই ডিজিটাল পেমেন্ট সেবা বাস্তবায়ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, উত্তর সিটিকে আমরা ক্যাশলেস সিটি করপোরেশন করার লক্ষ্যে কাজ করছি। মার্কেটগুলোকে ক্যাশলেস করার জন্য যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা দেব।
মেয়র জানান, নগদ অর্থ ছাড়াই লেনদেন নিশ্চিত করতে উত্তরের আটটি কোরবানির হাটকে এবার ডিজিটাল পেমেন্টের আওতায় আনা হয়েছে। এই হাটগুলো হলো উত্তরা দিয়াবাড়ি হাট, ভাটারা (সাইদ নগর) হাট, কাওলা শিয়াল ডাঙ্গা হাট, আফতাবনগর হাট, মোহাম্মদপুর বছিলা হাট, মিরপুর গাবতলী গবাদিপশুর হাট, মিরপুর সেকশন-৬ হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হাট।
মেয়র আতিক কোরবানির আট ঘণ্টার মধ্যে ময়লা বর্জ্য অপসারণ করা হবে বলে জানান। এ জন্য তিনি সবাইকে প্রথম দুই দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানান। মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সবার ছুটি বাতিল করেছি। উত্তর সিটির ১১ হাজার কর্মী ঈদের দিন মাঠে থাকবে। আট ঘণ্টার মধ্যে ঢাকা উত্তরকে পরিষ্কার করব। আমি নিজেও থাকব। পরিবেশবান্ধব ৯ লাখ পলিব্যাগ করেছি, সেগুলো ছয় মাসের মধ্যে ডিজপোজ হয়ে যাবে। প্রতিটি পলিব্যাগে ৩৫ কেজি বর্জ্য ধরবে। সবাইকে ব্যাগ দেওয়া হবে। আশা করি, সবাই ময়লা ফেলতেই ব্যাগগুলো ব্যবহার করবেন। কেউ এগুলোতে করে ফ্রিজে মাংস রাখবেন না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কুরবানির পশু হাটে ডিজিটাল লেনদেন চালুকরণ এবং প্রান্তিক পশু বিক্রেতাদের ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০২২ সালে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল পেমেন্ট উদ্যোগের পাইলট কার্যক্রম গ্রহণ করে। সে সময় কোরবানির হাটে ৩৩ কোটি টাকা ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দেড় শ কোটি টাকা। ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতাধীন এই কার্যক্রমটিতে ২৬টি জেলার পশু বিক্রেতাদের ব্যক্তিক রিটেইল হিসাব খোলার বিষয়ে সচেতন করা হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সার্বিক সহায়তায় তৃণমূল পর্যায়ে পশু বিক্রেতাদের আর্থিক পরিষেবার আওতায় আনতে এবং সাধারণ ক্রেতাদের সব পর্যায়ে ডিজিটাল লেনদেনের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কোরবানির পশুহাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন (বিশেষত Bangla QR) প্রসারের এই কার্যক্রম গ্রহণ করেছে। এই কার্যক্রমের সহ-উদ্যোক্তা হিসেবে রয়েছে
১০টি ব্যাংক (এবি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি), তিনটি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম (এমেক্স, মাস্টারকার্ড ও ভিসা), চারটি এমএফএস প্রোভাইডার (বিকাশ, নগদ, উপায় ও এমক্যাশ) সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ ঢাকা উত্তরের আটটি হাটে ডিজিটাল বুথ স্থাপন করে অর্থ তাৎক্ষণিকভাবে ক্রেতার হিসাব থেকে বিক্রেতার হিসাবে পৌঁছে দেবে।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, ডিজিটাল লেনদেনের ফলে নগদ অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাস পাওয়ার পাশাপাশি লেনদেনকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট বা রেকর্ড সৃষ্টি হবে। সৃষ্ট রেকর্ড পশু বিক্রেতাদেরকে ভবিষ্যতে সহজ শর্তে ঋণপ্রাপ্তিসহ বিভিন্ন সেবা ও সহায়তা গ্রহণের জন্য সহায়তা করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, এবার কোরবানির জন্য ১ কোটি ২৫ লাখ পশু প্রস্তুত আছে। আর চাহিদা ১ কোটি ৩ লাখ। তাই দেশের বাইরে থেকে চোরাই পথে পশু যেন না আসে, সে বিষয়ে সতর্কতা জারি হয়েছে। এবার ৭২ হাজার খামারিকে পশু মোটা-তাজা করার কুফল সম্পর্কে স্থানীয় প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ কোরবানির হাটে পশু অসুস্থ হয়ে গেলে সেবা দিতে প্রতিটি হাটে একজন ভেটেরিনারি অফিসার থাকবে বলেও জানান তিনি।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৬ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৭ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৭ ঘণ্টা আগে