Ajker Patrika

পরাজয়ের ক্ষোভে বিজয়ী প্রার্থীর সমর্থকের দোকানের সামনে বাঁশের বেড়া!

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৮: ২৪
পরাজয়ের ক্ষোভে বিজয়ী প্রার্থীর সমর্থকের দোকানের সামনে বাঁশের বেড়া!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ায় বিজয়ী প্রার্থীর সমর্থকের দোকানের সামনে বাঁশের বেড়া দিয়েছে পরাজিত ইউপি সদস্য প্রার্থী সোহেল মিয়ার সমর্থকেরা। এছাড়াও বিজয়ী প্রার্থীর সমর্থকদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে জুসেল (বৈদ্যুতিক পাখা প্রতীক) ও সোহেল মিয়া (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে জুসেল বিজয়ী হন। তারপর থেকে জুসেলের সমর্থকদের মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছে পরাজিত প্রার্থী সোহেল মিয়ার লোকজন। এছাড়া জুসেলের এক সমর্থকের দোকানের আশপাশ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। 

নাজিরপুর গ্রামের রাসেল মিয়া বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে পরাজিত প্রার্থী সোহেল মিয়ার লোকজন আমার দোকানের সামনে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এতে করে আমার দোকানে পণ্য কিনতে লোকজন আসতে পারে না। দোকান বন্ধ রাখায় আমি খুব বিপদে আছি।’

একই গ্রামের হেলাল মিয়া (৫০) বলেন, ‘নির্বাচনের পর থেকে সোহেল মিয়ার লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি ও মারধর করে আসছে। শুক্রবার সকালেও হাওরে মাছ ধরতে যাওয়ার সময় সোহেল মিয়ার লোকজন আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের কয়েকজন মহিলা বলেন, ‘আমরা নদীতে গোসল করতে যেতে পারছি না। নদীতে নামতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরাজিত প্রার্থীর সমর্থকেরা।’ 

এসব বিষয়ে অভিযুক্ত পরাজিত ইউপি সদস্য প্রার্থী সোহেল মিয়ার সঙ্গে যোগাযোগ করতে এলাকায় গেলে, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে এলাকা ছেড়ে চলে যান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত