টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্যানেল মেয়র ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে ভাঙচুর, স্বজনদের মারধর ও গেটে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ আসনে জয়ী নৌকা প্রার্থীর কর্মী ও সমর্থকেরা আজ সোমবার সন্ধ্যায় বিজয় মিছিল বের করেন। পুবাইলের শুকন্দিরবাগ এলাকায় তাঁরা পৌঁছানোর পর এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ প্যানেল মেয়রের।
এদিকে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানান প্যানেল মেয়র। তাঁরা হলেন মাসুদুল হাসান বিল্লালের ছোট ভাইয়ের স্ত্রী পলি আক্তার, ছেলে মাহবুব হাসান রিবেল (২৫) ও কাউন্সিলরের কার্যালয়ে সেবা নিতে আসা আল আমিন নামের এক ব্যক্তি। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাসুদুল হাসান বিল্লাল।
গাজীপুর-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাক প্রতীকের কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে কাজ করেছিলেন প্যানেল মেয়র ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল। এদিকে জাহিদ আহসান রাসেলের বিজয়ের উল্লাস জানাতে আজ সোমবার সন্ধ্যায় গাসিকের ৩৯ নম্বর ওয়ার্ড শুকন্দিরবাগ এলাকায় আনন্দ মিছিলের আয়োজন করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সন্ধ্যায় বিজয় মিছিলটি প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লালের বাড়ির সামনে পৌঁছে কয়েকজন তাঁর বাড়ির উঠানের পাশে বেড়া ও জানালায় ভাঙচুর চালায়। এরপর বাড়ির ভেতর ঢুকে তাঁর ছেলে রিবেল, পলি আক্তারকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় কাউন্সিলরের কার্যালয়ে প্রত্যয়নপত্র নিতে আসা আল আমিন নামের এক ব্যক্তিকেও মারধর করা হয় বলে জানা গেছে।
গাসিক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর মাসদুল হাসান বিল্লাল বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডটি গাজীপুর-২ আসনের সঙ্গে এবারে নির্বাচনের আগে যুক্ত করা হয়েছে। এটি গাজীপুর ৫ আসনের সঙ্গে যুক্ত ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ও আমার নেতা-কর্মীদের নিয়ে গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে নির্বাচনী কাজে যুক্ত ছিলাম।’
ওয়ার্ড কাউন্সিলর মাসদুল হাসান বিল্লাল আরও বলেন, ‘আজ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব শাহিনুর আলম মৃধা ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ব্যক্তিগত সহকারী কাউসার সরকারের নেতৃত্বে একটি বিজয় মিছিল করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি আমার বাড়ির সামনে এলেই মিছিলে থাকা লোকজন আমার বাড়িতে ভাঙচুর ও গেটে আগুন লাগিয়ে দেয়। এ সময় আমার বাড়ির ভেতর ঢুকে আমার ছোট ভাইয়ের স্ত্রী, ছেলে ও আমার কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তিকে মারধর করে। আমি এ ঘটনা পুলিশকে জানিয়েছি।’
অভিযুক্ত ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব শাহিনুল আলম মৃধা বলেন, ‘আমরা আনন্দ মিছিল করেছি। তবে আমাদের কোনো নেতা-কর্মী মিছিল থেকে বেরিয়ে গিয়ে আগুন ও মারধরের ঘটনা ঘটায়নি। কাউন্সিলর মিথ্যে বলছেন।’
কাওসার সরকার বলেন, ‘আমরা একটি বিজয় মিছিল করেছি। মিছিল থেকে বেরিয়ে কোনো নেতা-কর্মী তাঁদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়নি।’
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্যানেল মেয়র ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে ভাঙচুর, স্বজনদের মারধর ও গেটে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ আসনে জয়ী নৌকা প্রার্থীর কর্মী ও সমর্থকেরা আজ সোমবার সন্ধ্যায় বিজয় মিছিল বের করেন। পুবাইলের শুকন্দিরবাগ এলাকায় তাঁরা পৌঁছানোর পর এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ প্যানেল মেয়রের।
এদিকে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানান প্যানেল মেয়র। তাঁরা হলেন মাসুদুল হাসান বিল্লালের ছোট ভাইয়ের স্ত্রী পলি আক্তার, ছেলে মাহবুব হাসান রিবেল (২৫) ও কাউন্সিলরের কার্যালয়ে সেবা নিতে আসা আল আমিন নামের এক ব্যক্তি। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাসুদুল হাসান বিল্লাল।
গাজীপুর-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাক প্রতীকের কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে কাজ করেছিলেন প্যানেল মেয়র ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল। এদিকে জাহিদ আহসান রাসেলের বিজয়ের উল্লাস জানাতে আজ সোমবার সন্ধ্যায় গাসিকের ৩৯ নম্বর ওয়ার্ড শুকন্দিরবাগ এলাকায় আনন্দ মিছিলের আয়োজন করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সন্ধ্যায় বিজয় মিছিলটি প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লালের বাড়ির সামনে পৌঁছে কয়েকজন তাঁর বাড়ির উঠানের পাশে বেড়া ও জানালায় ভাঙচুর চালায়। এরপর বাড়ির ভেতর ঢুকে তাঁর ছেলে রিবেল, পলি আক্তারকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় কাউন্সিলরের কার্যালয়ে প্রত্যয়নপত্র নিতে আসা আল আমিন নামের এক ব্যক্তিকেও মারধর করা হয় বলে জানা গেছে।
গাসিক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর মাসদুল হাসান বিল্লাল বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডটি গাজীপুর-২ আসনের সঙ্গে এবারে নির্বাচনের আগে যুক্ত করা হয়েছে। এটি গাজীপুর ৫ আসনের সঙ্গে যুক্ত ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ও আমার নেতা-কর্মীদের নিয়ে গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে নির্বাচনী কাজে যুক্ত ছিলাম।’
ওয়ার্ড কাউন্সিলর মাসদুল হাসান বিল্লাল আরও বলেন, ‘আজ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব শাহিনুর আলম মৃধা ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ব্যক্তিগত সহকারী কাউসার সরকারের নেতৃত্বে একটি বিজয় মিছিল করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি আমার বাড়ির সামনে এলেই মিছিলে থাকা লোকজন আমার বাড়িতে ভাঙচুর ও গেটে আগুন লাগিয়ে দেয়। এ সময় আমার বাড়ির ভেতর ঢুকে আমার ছোট ভাইয়ের স্ত্রী, ছেলে ও আমার কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তিকে মারধর করে। আমি এ ঘটনা পুলিশকে জানিয়েছি।’
অভিযুক্ত ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব শাহিনুল আলম মৃধা বলেন, ‘আমরা আনন্দ মিছিল করেছি। তবে আমাদের কোনো নেতা-কর্মী মিছিল থেকে বেরিয়ে গিয়ে আগুন ও মারধরের ঘটনা ঘটায়নি। কাউন্সিলর মিথ্যে বলছেন।’
কাওসার সরকার বলেন, ‘আমরা একটি বিজয় মিছিল করেছি। মিছিল থেকে বেরিয়ে কোনো নেতা-কর্মী তাঁদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়নি।’
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩১ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩২ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে