Ajker Patrika

হাতিরঝিল থেকে যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাতিরঝিল থেকে যুবকের লাশ উদ্ধার 

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন। তিনি বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, নিহতের নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। বাবা ফজলুল কাদের চৌধুরী। ফয়েজ মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে অভিমান করে উত্তর শাহজাহানপুরের বাসা থেকে বের হয়ে যান। সকালে হাতিরঝিলে মৃতদেহ পাওয়া যায়।

মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত