Ajker Patrika

পাংশায় কমছে পানি, বাড়ছে আতঙ্ক

প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী)
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০১
পাংশায় কমছে পানি, বাড়ছে আতঙ্ক

রাজবাড়ীর পাংশায় কমতে শুরু করেছে পদ্মার পানি। পানি কমলেও দূর হচ্ছে না বন্যাকবলিত মানুষের ভোগান্তি। পানি কমার কারণে নতুন করে ভাঙনের আতঙ্কে রয়েছে পদ্মাপারের মানুষ। এ ছাড়া দীর্ঘদিন পানিবন্দী থাকায় ভোগান্তিতে রয়েছে ১ হাজারেরও বেশি পরিবার। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় পাংশার গেট স্টেশন পয়েন্টে কমেছে পদ্মার পানি। পাংশার সেনগ্রামে ৭ সেন্টিমিটার পদ্মার পানি কমে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আজ মঙ্গলবার সরেজমিনে গেলে হাবাসপুর নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকান মানুষ জানান, পানিতে ডুবে থাকায় চলাচল, থাকা-খাওয়া, বিশুদ্ধ খাওয়ার পানি ও গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসহায়তা দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অনেক কম বলে অভিযোগ রয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলায় এখন পর্যন্ত হাবাসপুর ইউনিয়নে ১ হাজর পরিবার ও বাহাদুরপুর ইউনিয়নে ৬০ পরিবারের মানুষ পানিবন্দী রয়েছে। তালিকা অনুযায়ী ত্রাণ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সব পানিবন্দী পরিবার ত্রাণসহায়তা পাবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত