Ajker Patrika

বর্জ্যকে সম্পদে পরিণত করতে জিরো ওয়েস্ট নীতি গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্জ্যকে সম্পদে পরিণত করতে জিরো ওয়েস্ট নীতি গ্রহণের দাবি

বর্জ্যকে সম্পদে পরিণত করতে জিরো ওয়েস্ট নীতি গ্রহণের দাবি জানানো হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), নারী মৈত্রী ও সীপের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের প্রতিচ্ছবি নির্দেশিত হয় সে রাষ্ট্রের বর্জ্য ব্যবস্থাপনা কেমন তা দিয়ে। বর্জ্যের সঠিক ও টেকসই ব্যবস্থাপনা একটি রাষ্ট্রের সার্বিক পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, পরিকল্পনা ইত্যাদি নানা দিক তুলে ধরে এবং রাষ্ট্র হিসেবে দেশটি কতোটা মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে কিংবা তাঁর সম্পদের কতোটা সুষ্ঠু ব্যবহার করতে পারছে তা নির্দেশ করে। আর এজন্য বাংলাদেশে এই মুহুর্তে প্রয়োজন জিরো ওয়েস্ট নীতি গ্রহণ করা। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সম্পাদক আমিনুর রসুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন, পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ড. কামরুজ্জমান মজুমদার, লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মাহবুবুল হক, ইনসাইটসের সিইও নিগার রহমান, নারী মৈত্রীর প্রোগ্রাম কো-অর্ডিনেটর খাদিজা আক্তার, বস্তিবাসীর অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা বেগম রাফেজা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত