Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা কমিটি বাতিলের দাবিতে একাংশের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন।

আন্দোলনকারীরা আজ সোমবার বেলা ১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মানোরা এলাকায় উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

অবরোধের আগে নবগঠিত কমিটির যুগ্ম সদস্যসচিব আশরাফুল ইসলাম রাজু বলেন, ‘কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের বেশির ভাগ মূলধারার আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল না। তাদের মূল্যায়ন করা হয়েছে। আর ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে। এই পকেট কমিটি আমরা মানি না। টাকা খেয়ে কমিটি করা হয়েছে। ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে চলে তারা কমিটিতে ভাইটাল (গুরুত্বপূর্ণ) স্থান পেয়েছে। ফলে বাদ পড়েছে অনেক ত্যাগী। আন্দোলন-সংগ্রামে যারা গায়ের তাজা রক্ত ঝরিয়েছে, তাদের আড়াল করে কমিটিতে আমরা থাকতে চাই না।’

এ সময় ৪২১ সদস্যের নবগঠিত কমিটির যুগ্ম সদস্যসচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ ও আকরাম হোসেন উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, কমিটির প্রায় ২৫০ জন পদত্যাগ করে তাঁদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন।

আন্দোলনকারীরা কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক ও সদস্যসচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত