Ajker Patrika

জানুয়ারি থেকে মে মাস পরিস্থিতি খারাপ হবে: শামীম ওসমান 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি থেকে মে মাস পরিস্থিতি খারাপ হবে: শামীম ওসমান 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রতি কুদৃষ্টি আছে। জানুয়ারি থেকে মে মাস পরিস্থিতি খারাপ হবে। না খাইয়ে মারার চেষ্টা হবে। তবে আমি বিশ্বাস করি, শয়তান যেমন আল্লাহর সাথে পারে না, ওরাও শেখ হাসিনার সাথে পারবে না। কারণ তাঁর ওপর আল্লাহর রহমত আছে।’ 

আজ সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জে নির্বাচন পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘নির্বাচনের দিন আমার কাছে সারা দিন ফোন এসেছে। প্রথম খেলা টেলিফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে দিবে না। এগুলো প্ল্যান করে করা হয়েছে। সর্ষের ভেতর ভূত আছে। অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে, ভোট স্লো করেন। তারা জানে না এখানে সকল এজেন্সির বাইরে আরেকটা এজেন্সি কাজ করে, শেখ হাসিনার এজেন্সি। তারা বোঝে না শামীম ওসমান আলাদা চিজ হ্যায়।’ 

তিনি বলেন, ‘সারা দেশে নির্বাচন আসলেই বলে টাকা দেন, টাকা দেন। আমার এলাকায় আমি পোস্টার ছাপিয়েছি। এর পরেই বিভিন্ন ওয়ার্ডে দেখি পোস্টার ছাপানো হয়ে গেছে। এর চেয়ে বেশি চাওয়া-পাওয়া আমার কিছু নেই।’ 

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমি জনসভার পর আপাকে বলেছিলাম-আপনি কি খুশি হয়েছেন। তিনি বলেছেন, আমি অনেক অনেক খুশি হয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এলাকায় কত পার্সেন্ট ভোট পড়বে আমি জানি। আমি ৪০ থেকে ৪২ শতাংশ ভোট আশা করেছিলাম। সেখানে ৩২ শতাংশ ভোট পড়েছে। বাকি ভোট পড়েনি, নাকি পড়তে দেওয়া হয়নি।’ 

শামীম ওসমান বলেন, ‘আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। নয়তো আমার কর্মীরা উত্তেজিত হয়ে পড়ত। নারায়ণগঞ্জের কর্মীরা উত্তেজিত হলে পুরো বাংলাদেশও থামাতে পারে না। যে যেই দলই করেন আপত্তি নেই। জ্বালাও পোড়াও করবেন, আমি ছাড়ব না।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া এবং নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত