নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বেশ কয়েকটি বাড়িতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সংকটের কারণে নিয়মিত রান্নাবান্না, গোসল এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
লেক সার্কাস এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক টেলিফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সকালে সামান্য পরিমাণে সরবরাহ পেলেও দুপুর কিংবা রাতে পানির সরবরাহ পাওয়াই যাচ্ছে না। এতে নিয়মিত গোসল, রান্নাবান্না ছাড়াও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কলাবাগান তেঁতুলতলার ওয়াসার পাম্প অপারেটরেরা জানান, তেঁতুলতলা পানির পাম্পে প্রতি মিনিটে ২ হাজার থেকে ২ হাজার ২০০ লিটার পানি ওঠার কথা। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরে সমস্যা থাকায় পানি উঠছে মিনিটে ৭০০-৮০০ লিটার। তাঁরা আরও জানান, লেক সার্কাস এলাকার কয়েকটি বাড়িতে পানির সমস্যা রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্পে এসে রিপোর্ট করেছিলেন। পরে তাদের এলাকা পরিদর্শন করে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানির লাইনের চাবি কমানো থাকছে। এ কারণে কাঙ্ক্ষিত পানি সরবরাহ দেওয়া যাচ্ছে না।
পাম্প অপারেটররা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে জেনারেটরও কাজ করছে না। লোডশেডিংয়ের সময় জেনারেটরে লোড দিলেই তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে পানি তোলা সম্ভব হচ্ছে না। তবে গ্রিন রোড-৪ এ নতুন আরেকটি পাম্প বসানোর চেষ্টা চলছে। সেটি স্থাপন করা হলে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এই বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে জানান, কলাবাগানে পানির সংকটের বিষয়টি তাঁর নজরে নেই। তবে খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বেশ কয়েকটি বাড়িতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সংকটের কারণে নিয়মিত রান্নাবান্না, গোসল এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
লেক সার্কাস এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক টেলিফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সকালে সামান্য পরিমাণে সরবরাহ পেলেও দুপুর কিংবা রাতে পানির সরবরাহ পাওয়াই যাচ্ছে না। এতে নিয়মিত গোসল, রান্নাবান্না ছাড়াও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কলাবাগান তেঁতুলতলার ওয়াসার পাম্প অপারেটরেরা জানান, তেঁতুলতলা পানির পাম্পে প্রতি মিনিটে ২ হাজার থেকে ২ হাজার ২০০ লিটার পানি ওঠার কথা। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরে সমস্যা থাকায় পানি উঠছে মিনিটে ৭০০-৮০০ লিটার। তাঁরা আরও জানান, লেক সার্কাস এলাকার কয়েকটি বাড়িতে পানির সমস্যা রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্পে এসে রিপোর্ট করেছিলেন। পরে তাদের এলাকা পরিদর্শন করে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানির লাইনের চাবি কমানো থাকছে। এ কারণে কাঙ্ক্ষিত পানি সরবরাহ দেওয়া যাচ্ছে না।
পাম্প অপারেটররা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে জেনারেটরও কাজ করছে না। লোডশেডিংয়ের সময় জেনারেটরে লোড দিলেই তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে পানি তোলা সম্ভব হচ্ছে না। তবে গ্রিন রোড-৪ এ নতুন আরেকটি পাম্প বসানোর চেষ্টা চলছে। সেটি স্থাপন করা হলে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এই বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে জানান, কলাবাগানে পানির সংকটের বিষয়টি তাঁর নজরে নেই। তবে খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে